
গতকাল (৩ জুলাই) বৃহস্পতিবার রাতে শাজাহানপুর উপজেলার গোহাইল ইউনিয়নের পালাহার গ্রামে অভিযান চালিয়ে ৩০ পিস ইয়াবাসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন মো. সিদ্দিকুর রহমান (৪২) এবং মো. মানিক (৩২)।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে শাজাহানপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. নুরুল ইসলামের নেতৃত্বে একটি দল পালাহার গ্রামের শাহিন মেম্বারের বাড়ির কাছে অভিযান চালায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে সিদ্দিকুর রহমান ও মানিক পালানোর চেষ্টা করলে তাদের ধরে ফেলা হয়। পরে তল্লাশি চালিয়ে সিদ্দিকুর রহমানের কাছ থেকে ২০ পিস এবং মানিকের কাছ থেকে ১০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে। জানা গেছে, সিদ্দিকুর রহমানের বিরুদ্ধে এর আগেও ২০২৩ সালে মাদক আইনে একটি মামলা রয়েছে।