বগুড়ার শাহজাহানপুরে আল-আমিন হত্যা মামলার দুই এজাহারভুক্ত আসামি বাশির ও নাজিরকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (২৪ আগস্ট) ঢাকার মিরপুর থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গত ২৮ জুলাই পূর্ব শত্রুতার জেরে আল-আমিনকে বাঁশ ও লোহার রড দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে একদল লোক। পরে তিনি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এই ঘটনায় নিহতের চাচা জাহিদ হাসান বাদী হয়ে শাহজাহানপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
গ্রেপ্তারকৃত বাশির ও নাজির, দুজনই ভাদাইকান্দি গ্রামের বাসিন্দা। এর আগেও তাদের বিরুদ্ধে মারামারি ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন মামলা রয়েছে। গ্রেপ্তারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ লুৎফর রহমান হীরা
হেড অফিসঃ ১/ জি,আদর্শ ছায়ানীড়, রিংরোড, শ্যামলী, আদাবর ঢাকা - ১২০৭।
স্বত্ব © ২০২৫ চলনবিলের সময়