বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের লালদহ এলাকায় এক প্রাণবন্ত হাজী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে সোমবার (৩ নভেম্বর ২০২৫)। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি, বগুড়া জেলা বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ও সাবেক ছাত্রনেতা ডা. আশিক মাহমুদ ইকবাল (স্বাধীন)। সমাবেশে অতিথিরা দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, সংগঠনের ঐক্য এবং তৃণমূল পর্যায়ে দলীয় কার্যক্রমের গুরুত্ব নিয়ে আলোচনা করেন। বক্তারা বলেন, দলের শক্তি তৃণমূলের ঐক্যে সবাইকে একযোগে কাজ করতে হবে। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন: মো. হারুনুর রশিদ (হারুন), সাবেক সহ-সভাপতি, বগুড়া জেলা ছাত্রদল; আব্দুল বাছেদ, বিহার ইউনিয়ন বিএনপি; মো. জাকারিয়া ইসলাম (বিপ্লব), সাবেক যুগ্ম আহ্বায়ক, যুবদল ও ছাত্রদল শিবগঞ্জ উপজেলা, মো. আনারুল ইসলাম আকন্দ, নির্বাহী সদস্য, শিবগঞ্জ থানা বিএনপি, হাদিউল ইসলাম জিকো, সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক, জেলা ছাত্রদল; হাবিবুল্লাহ মেজবাহ সৈকত, সাবেক যুগ্ম আহ্বায়ক, শিবগঞ্জ পৌর যুবদলসহ স্থানীয় নেতাকর্মী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সমাবেশে অংশগ্রহণকারীরা বিএনপির আগামী আন্দোলনকে সফল করতে সর্বাত্মক ভূমিকা রাখার প্রতিশ্রুতি ব্যক্ত করেন এবং ঐক্যবদ্ধ নেতৃত্বের মাধ্যমে গণতন্ত্র পুনরুদ্ধারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
সম্পাদক ও প্রকাশকঃ লুৎফর রহমান হীরা
হেড অফিসঃ ১/ জি,আদর্শ ছায়ানীড়, রিংরোড, শ্যামলী, আদাবর ঢাকা - ১২০৭।
স্বত্ব © ২০২৫ চলনবিলের সময়