বগুড়ার শিবগঞ্জ উপজেলার মোকামতলা ইউনিয়নের মুরাদপুর এলাকায় মহাসড়কে চেকপোস্ট তল্লাশিকালে ৪২ বোতল মাদকদ্রব্য ইস্কাফসহ এক মাদক ব্যবসায়ীকে হাতেনাতে আটক করেছে মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রের টহল টিম।
বৃহস্পতিবার (২০ নভেম্বর) রাত ১২টা ৩০ মিনিটে রংপুর থেকে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালানোর সময় মো. মফিজুল ইসলাম (৩০) কে সন্দেহভাজনভাবে আটক করা হয়।
তিনি কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী থানার উত্তর সরকারটারী গোপালপুর গ্রামের বাসিন্দা। পুলিশ জানায়, গ্রেফতারকৃত মফিজুল ইসলামের কাছ থেকে ৪২ বোতল ইস্কাফ উদ্ধার করা হয়েছে।
তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
সম্পাদক ও প্রকাশকঃ লুৎফর রহমান হীরা
হেড অফিসঃ ১/ জি,আদর্শ ছায়ানীড়, রিংরোড, শ্যামলী, আদাবর ঢাকা - ১২০৭।
স্বত্ব © ২০২৫ চলনবিলের সময়