বগুড়া উত্তর চেলোপাড়ায় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ৩ জনকে আহত করেছে দুর্বৃত্তরা

: সোহেল আহমেদ বগুড়া সদর প্রতিনিধি
প্রকাশ: ৪ দিন আগে

193

আজ বৃহস্পতিবার বগুড়া শহরের উত্তর চেলোপাড়া এলাকায় দুই গ্রুপের পূর্ব শত্রুতার জেরে ধারালো অস্ত্র দিয়ে এলোপাাতাড়ি ভাবে কুপিয়ে আহত করেছে।

আহত ব্যক্তিরা হলো, মোঃ রবিন (২৫), মোঃ পিচ্চি মিয়া (২২), উভয়ের পিতা: মোঃ মিরাজ, মোঃ আশরাফ (২৮), পিতা: মৃত জাবুল প্রামানিক, উত্তর চেলোপাড়া।

পরে স্থানীয় ও আত্মীয়-স্বজনেরা আহত ব্যক্তিদেরকে উদ্ধার করে, শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।