বগুড়া কলোনি নন্দন শিল্পী গোষ্ঠীর যুগ্ম সাধারণ সম্পাদক পদে পুনঃমনোনীত সুচন্দন সরকারকে শুভেচ্ছা

: বগুড়া জেলা প্রতিনিধি
প্রকাশ: ২ সপ্তাহ আগে

16

বগুড়া কলোনি নন্দন শিল্পী গোষ্ঠীর যুগ্ম সাধারণ সম্পাদক পদে পুনঃমনোনীত হয়েছেন সাংবাদিক সহকর্মী, ত্রৈমাসিক চলনবিল সময় পত্রিকার বার্তা সম্পাদক এবং শাজাহানপুর প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক শ্রদ্ধেয় সুচন্দন সরকার (চন্দন)।

তাঁর এই পুনঃমনোনয়নকে ঘিরে সহকর্মী, সাংস্কৃতিক অঙ্গনের কর্মী ও শুভানুধ্যায়ীদের মধ্যে দেখা দিয়েছে আনন্দের উচ্ছ্বাস। তাঁকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।

সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব সুচন্দন সরকারের এই গুরুত্বপূর্ণ সাংগঠনিক পদে প্রত্যাবর্তনকে নন্দন শিল্পী গোষ্ঠীর অগ্রযাত্রায় একটি তাৎপর্যপূর্ণ অধ্যায় হিসেবে দেখা হচ্ছে। সবাই আশা প্রকাশ করেছেন, তাঁর সুমহান সাংগঠনিক দক্ষতা, নিষ্ঠা ও দূরদর্শী নেতৃত্বে সংগঠনটি আরও শক্তিশালী ও সমৃদ্ধ হবে।

অনেকে বিশ্বাস করেন, সুচন্দন সরকারের নেতৃত্বে নন্দন শিল্পী গোষ্ঠী শৈল্পিক উৎকর্ষ ও আর্থিক স্বাবলম্বিতার পথে নতুন দিগন্ত উন্মোচন করবে। সংগঠনের সদস্যরা বলেন, “তিনি শুধু একজন সংগঠক নন, একজন নিবেদিতপ্রাণ সাংস্কৃতিক কর্মী, যিনি শিল্প ও মানবতার বিকাশে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।”

শেষ পর্যন্ত তাঁরা সবাই সুচন্দন সরকারের সর্বাঙ্গীণ সফলতা ও দীর্ঘ সাংগঠনিক জীবনের জন্য শুভকামনা জানান।