৭ ডিসেম্বর ২০২৫, শনিবার: গণতন্ত্রের মা, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু সুস্থতা কামনায় বগুড়া–৪ (কাহালু–নন্দীগ্রাম) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও সাবেক সংসদ সদস্য জনাব মোঃ মোশারফ হোসেনের তত্ত্বাবধানে কাহালু উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে এক বিশাল দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন: বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক উপজেলা চেয়ারম্যান আলী আজগর তালুকদার হেনা, জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন চাঁন, জেলা বিএনপির সহ-সভাপতি এম আর ইসলাম স্বাধীন, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তাহা উদ্দিন নাইন, নন্দীগ্রাম উপজেলা ও পৌর বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকবৃন্দ, নন্দীগ্রাম উপজেলার পাঁচটি ইউনিয়নের চেয়ারম্যান। যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল, তাঁতিদল, কৃষকদল, শ্রমিকদলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী। মাহফিলে হাজারো মানুষ অংশ নেয়। নিবেদিত হৃদয়ে অংশগ্রহণকারীরা হাজার হাজার কোরআনের পাখি হাতে নিয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য, দীর্ঘায়ু এবং সুস্থতা কামনায় বিশেষ মোনাজাত করেন।
স্থানীয় এলাকায় এ আয়োজনে গভীর আবেগঘন পরিবেশ সৃষ্টি হয় এবং সর্বস্তরের মানুষের অংশগ্রহণ দোয়া মাহফিলটিকে এক অনন্য সমাবেশে পরিণত করে।
সম্পাদক ও প্রকাশকঃ লুৎফর রহমান হীরা
হেড অফিসঃ ১/ জি,আদর্শ ছায়ানীড়, রিংরোড, শ্যামলী, আদাবর ঢাকা - ১২০৭।
স্বত্ব © ২০২৫ চলনবিলের সময়