বগুড়া গাবতলী উপজেলা নাড়ুয়ামালা ইউনিয়ন মধ্যকাতুলী পূর্বপাড়া ইয়াং স্টার ক্লাবের উদ্যোগে ডে-নাইট ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

: রাসেল আহম্মেদ (স্টাফ রিপোর্টার) বগুড়া
প্রকাশ: 1 week ago

103

বগুড়ার গাবতলী উপজেলার নাড়ুয়ামালা ইউনিয়নের অন্তর্গত মধ্যকাতুলী পূর্বপাড়া ইয়াং স্টার ক্লাবের আয়োজনে অনুষ্ঠিত ডে-নাইট ফুটবল টুর্নামেন্ট ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। স্থানীয় এলাকাবাসীর উপস্থিতিতে পুরো মাঠজুড়ে ছিল খেলোয়াড়দের উচ্ছ্বাস ও সমর্থকদের প্রাণবন্ত অংশগ্রহণ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ছাত্র নেতা ও গাবতলি উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রুহুল হাসান রুহিন। তিনি তাঁর বক্তব্যে বলেন, তরুণ প্রজন্মকে সুস্থ ও সুন্দর পথে এগিয়ে নিতে খেলাধুলার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ধরনের আয়োজন যুবসমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে সহায়ক হয়। প্রধান অতিথি বিজয়ী দলের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন। আয়োজক ক্লাবের নেতৃবৃন্দ জানান, ভবিষ্যতেও তারা আরও বড় পরিসরে এমন টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা করছেন। এলাকাবাসী খেলাধুলার উন্নয়ন ও যুবসমাজকে ইতিবাচক কর্মকাণ্ডে যুক্ত রাখতে এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানান।