বগুড়া শহরের দত্তবাড়ীস্থ শতাব্দী ফিলিং স্টেশনের ক্যাশিয়ার মো. ইকবাল (২৬)-কে কুপিয়ে হ/ত্যা করা হয়েছে। শনিবার (৬ সেপ্টেম্বর) গভীর রাতে এ হ/ত্যাকাণ্ড ঘটে বলে ধারণা করছে পুলিশ। নি/হ/ত ইকবাল সিরাজগঞ্জের পিপুলবাড়িয়া এলাকার আব্দুল করিমের ছেলে। তবে তিনি বগুড়া শহরের কাটনারপাড়া এলাকায় ভাড়া বাসায় বসবাস করছিলেন।
জানা যায়, শনিবার রাতে ইকবাল ও তার সহকর্মী রতন রাতের শিফটে ফিলিং স্টেশনে দায়িত্বে ছিলেন। রোববার সকালে দিনের শিফটের কর্মীরা কাজে এসে ক্যাশ টেবিলের ওপর ইকবালের রক্তাক্ত লাশ দেখতে পান। তাৎক্ষণিকভাবে বিষয়টি মালিকপক্ষকে জানানো হলে তারা পুলিশে খবর দেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নি/হ/তের লা/শ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের মর্গে প্রেরণ করে।
এ ঘটনায় নি/হ/তের সহকর্মী রতন পলাতক রয়েছেন। রতনের বাড়ি শাজাহানপুর উপজেলার নিশ্চিন্তপুর গ্রামে। পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, রতনই এ হত্যার সঙ্গে জড়িত থাকতে পারে।
পুলিশ বলছে, ঘটনার রহস্য উদঘাটনে তদন্ত চলছে এবং পলাতক রতনকে আটকের চেষ্টা অব্যাহত রয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ লুৎফর রহমান হীরা
হেড অফিসঃ ১/ জি,আদর্শ ছায়ানীড়, রিংরোড, শ্যামলী, আদাবর ঢাকা - ১২০৭।
স্বত্ব © ২০২৫ চলনবিলের সময়