আজ সোমবাব বগুড়ার দুপচাঁচিয়া-টু-আক্কেলপুর তৈবুর হাজির গোডাউনের সামনে অজ্ঞাতনামা ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক হোটেল কর্মচারী মোঃ সোহাগ হোসেন (১৯) গুরুতর আহত হন।
নিহত সোহাগ হোসেন (১৯), পিতা মোঃ মুক্তার হোসেন, সাং তেঁতুলিয়া দক্ষিণপাড়া। সোহাগ সাইকেলযোগে বাড়ি যাওয়ার পথে দুপচাঁচিয়া দুপচাঁচিয়া-টু-আক্কেলপুরগামী পাকা রাস্তার জনৈক তৈয়বুর হাজীর গোডাউনের সামনে পৌঁছামাত্র অজ্ঞাতনামা ট্রাকের ধাক্কায় গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সোহাগকে মৃত ঘোষণা করেন।
সম্পাদক ও প্রকাশকঃ লুৎফর রহমান হীরা
হেড অফিসঃ ১/ জি,আদর্শ ছায়ানীড়, রিংরোড, শ্যামলী, আদাবর ঢাকা - ১২০৭।
স্বত্ব © ২০২৫ চলনবিলের সময়