কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির বগুড়া জেলা শাখার পক্ষ থেকে বগুড়া প্রেস ক্লাবের নবনির্বাচিত কমিটির সভাপতি রেজাউল হাসান রানু এবং সাধারণ সম্পাদক কালাম আজাদকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে।
রবিবার রাতে বগুড়া প্রেস ক্লাব কার্যালয়ে এই শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির বগুড়া জেলা কমিটির নেতৃবৃন্দ।
নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদককে অভিনন্দন জানিয়ে সমিতির পক্ষ থেকে তাদের হাতে ফুলের তোড়া তুলে দেওয়া হয়। প্রেস ক্লাবের নতুন কমিটি বগুড়ার সাংবাদিকদের স্বার্থ রক্ষায় কাজ করবে এবং পেশাগত মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সমিতির নেতারা আশা প্রকাশ করেন।
সম্পাদক ও প্রকাশকঃ লুৎফর রহমান হীরা
হেড অফিসঃ ১/ জি,আদর্শ ছায়ানীড়, রিংরোড, শ্যামলী, আদাবর ঢাকা - ১২০৭।
স্বত্ব © ২০২৫ চলনবিলের সময়