বগুড়া মহাস্থান শিলাদেবীর ঘাট এলাকায় শিশু শাহাদতের মৃত্যু
:
সুচন্দন সরকার, বগুড়া প্রকাশ: ৪ সপ্তাহ আগে
বগুড়া মহাস্থান শিলাদেবীর ঘাট এলাকায় শিশু শাহাদতের মৃত্যু
বগুড়ার শিবগঞ্জের মহাস্থানেে করতোয়া নদীতে পড়ে এক অবুঝ শিশুর মৃত্যু। জানা যায়, শিবগঞ্জ রোডে শিলাদেবীর ঘাটের দক্ষিণ পাশে করতোয়া নদীতে পড়ে শাহাদত (৬) নামে শিশুর মৃত্য হয়। আর বৃহস্পতিবার দুপুরে শাহাদাতকে খোঁজা খুঁজি করে পাওয়া না গেলে, শিলাদেবীর ঘাটের দক্ষিণ পাশে পাড়ে পড়ে আছে। এমন খবর পেয়ে উক্ত স্থানে গিয়ে দেখি মৃত্যু অবস্থায় দেখতে পায়। পরে পুলিশ বক্সের কাছে নিয়ে আসি। একজন ব্যবসায়ী জানান শিশুটি আমাদের আশেপাশে সবসময় খেলাধুলা করতো। জায়গাটি ভাল নয় জানা যায়।
4
বগুড়ার শিবগঞ্জের মহাস্থানেে করতোয়া নদীতে পড়ে এক অবুঝ শিশুর মৃত্যু।
জানা যায়, শিবগঞ্জ রোডে শিলাদেবীর ঘাটের দক্ষিণ পাশে করতোয়া নদীতে পড়ে শাহাদত (৬) নামে শিশুর মৃত্য হয়। আর বৃহস্পতিবার দুপুরে শাহাদাতকে খোঁজা খুঁজি করে পাওয়া না গেলে, শিলাদেবীর ঘাটের দক্ষিণ পাশে পাড়ে পড়ে আছে।
এমন খবর পেয়ে উক্ত স্থানে গিয়ে দেখি মৃত্যু অবস্থায় দেখতে পায়। পরে পুলিশ বক্সের কাছে নিয়ে আসি।
একজন ব্যবসায়ী জানান শিশুটি আমাদের আশেপাশে সবসময় খেলাধুলা করতো। জায়গাটি ভাল নয় জানা যায়।