বগুড়া শহর যুবদলের সভাপতি ,আহসান হাবীব মমিকে ২১ নং ওয়ার্ড বাসীর পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান

: শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: 1 day ago

116

বগুড়া শহর যুবদলের সভাপতি, পরিচ্ছন্ন ও নীতিবান রাজনীতিবিদ আহসান হাবীব মমিকে যুবদলের সাংগঠনিক কার্যক্রমে দক্ষ নেতৃত্ব ও অগ্রণী ভূমিকার স্বীকৃতি হিসেবে বগুড়া শহরের ২১ নং ওয়ার্ডবাসীর পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে।

স্মারক প্রদান অনুষ্ঠানে বক্তব্যে আহসান হাবীব মমি বলেন,
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র ও জাতীয়তাবাদী রাজনীতির যে ভিত্তি স্থাপন করেছিলেন, সেই আদর্শের উত্তরাধিকার আজ বহন করছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। নেতৃত্ব, আদর্শ ও সংগ্রামে তিনি শহীদ জিয়ার রাজনৈতিক দর্শনের আধুনিক প্রতিফলন।

তিনি আরও বলেন, তারেক রহমানের নেতৃত্বেই যুবদলসহ বিএনপি সাংগঠনিকভাবে পুনরায় ঘুরে দাঁড়াচ্ছে এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার পথে এগিয়ে যাচ্ছে।

অনুষ্ঠানে বগুড়া শহর যুবদলের ২১ নং ওয়ার্ড সাংগঠনিক সম্পাদক মোঃ মমিনুল ইসলাম মমিন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

তৃণমূল পর্যায়ে ২১ নং ওয়ার্ড যুবদলকে সুসংগঠিত করা, নেতাকর্মীদের ঐক্যবদ্ধ রাখা এবং সাংগঠনিক কার্যক্রম গতিশীল করার ক্ষেত্রে তার অবদান উপস্থিত নেতাকর্মীদের প্রশংসা কুড়ায়।

তারা মনে করেন, মমিনুল ইসলাম মমিনের মতো সংগঠকরাই ভবিষ্যতে যুবদলের শক্ত ভিত্তি গড়ে তুলবেন।
স্মারক প্রদান অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জিতু, রুমন, ফরিদ,
সুজন, মামুনুর রশিদ, পিন্টু মহন্ত, ইউসুফ, আবু সাঈদ, রিপন,সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

তারা বলেন, যুবদলের ন্যায়নিষ্ঠ ও সংগঠিত কর্মকাণ্ডের মাধ্যমে বিএনপি আগামী দিনে আরও শক্তিশালী ভূমিকা রাখবে।