বগুড়া শাহজাহানপুরে বজ্রপাতে একজনের মৃত্যু

: চলনবিলের সময়
প্রকাশ: ৩ মাস আগে

4

বগুড়া শাহজাহানপুরে বজ্রপাতে একজনের মৃত্যু।মঙ্গলবার (১৫ জুন) সকাল ১১ ঘটিকার দিকে বগুড়া শাজাহানপুর উপজেলার রামচন্দ্রপুর গ্রামে মোঃ বাবলা (৫০), পিতাঃ মৃত আকবর আলী, গ্রামঃ রামচন্দ্রপুর, থানাঃ শাজাহানপুর, জেলাঃ বগুড়া নিজ জমিতে বজ্রপাতে গুরুতর আহত হয়। পরবর্তীতে ১২:২০ ঘটিকায় স্থানীয় জনগণ তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল এর জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে তাকে মৃত ঘোষণা করেন। প্রাথমিক সূত্রে জানা যায়, মৃত ব্যক্তি ঘাস কাটার জন্য জমিতে গেলে বজ্রপাতে উক্ত ঘটনা সংঘটিত হয়।