বগুড়া শাজাহানপুর উপজেলা রহিমাবাদ বি-ব্লক ফ্লাইওভার ব্রিজের পূর্বপার্শ্বে শ্যামলী বাস কাউন্টারের শ্যামলী কোচ যাহার রেজিঃ নং-ঢাকা মেট্রো-ব-১৫-১২৬৬ নং বাসের সামনের বক্সের মধ্যে একটি রেকসিন কাপরের ব্যাগ যাহার বেগুনী, গোলাপী ও কালো রং মিশ্রীত ব্যাগের মধ্য লাল পলিথিনের কাজগের মধ্য কসটেপ দ্বারা মোড়ানো ৫ কেজি গাঁজা এবং উক্ত ব্যাগের উপরেই রাখা লাল পলিথিনের কাজগের মধ্য কসটেপ দ্বারা মোড়ানো বান্ডিল আকাড়ে ৫ কেজি গাঁজা আসামী বিপ্লব কুমার দাস (৩৫), পিতা শ্রী বিনয় চন্দ্র, সাং বনগ্রাম উত্তর, থানা-বেড়া, জেলা পাবনা, মোঃ আলতাব হোসেন (৩৯), পিতা মোঃ পরশ উল্লাহ সরকার, সাং বিলকলমি, থানা শাহজাদপুর, জেলা সিরাজগঞ্জ।
সর্বমোট ১০ কেজি গাঁজাসহ আটক করিয়া তাহাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।
ধৃত আসামী বিপ্লব কুমার দাস এর বিরুদ্ধে পূর্বেও মামলা আছে।
পাবনা বেড়া থানার, এফআইআর নং-১, তারিখ-৭ এপ্রিল, ২০২৫; জি আর নং-৪৪, তারিখ-৭ এপ্রিল, ২০২৫; ধারা- ৩৬(১) সারণির ১০(ক) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮; এজাহারে অভিযুক্ত চার্জশীট : ৪৩, তারিখঃ ১৯ মে, ২০২৫, এই মামলায় অভিযুক্ত করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ লুৎফর রহমান হীরা
হেড অফিসঃ ১/ জি,আদর্শ ছায়ানীড়, রিংরোড, শ্যামলী, আদাবর ঢাকা - ১২০৭।
স্বত্ব © ২০২৫ চলনবিলের সময়