০২ ডিসেম্বর ২০২৫, মঙ্গলবার, বেগম খালেদা জিয়ার দীর্ঘদিনের শারীরিক অসুস্থতা আজ শুধুই একটি রাজনৈতিক পরিবারকে নয় সমগ্র জাতিকে গভীর বেদনায় নিমজ্জিত করেছে। আপোষহীন সংগ্রামের প্রতীক, তিনবারের সাবেক সফল প্রধানমন্ত্রী, দেশনেত্রী খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তির আশায় শিবগঞ্জ উপজেলার মোকামতলা ইউনিয়নের বাদারপুল ৬নং ওয়ার্ডে আয়োজিত হয় এক অশ্রুভেজা বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিল জুড়ে উপস্থিত নেতাকর্মীদের কণ্ঠে ছিল একটাই আকুতি দেশমাতা সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসুন। মোনাজাতের সময় বহু নেতা-কর্মী কান্নায় ভেঙে পড়েন, প্রার্থনার সুরে কেঁপে ওঠে পুরো মাঠ। দেশনেত্রীর প্রতি গভীর ভালোবাসা ও শ্রদ্ধাবোধে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন শিবগঞ্জ উপজেলার বিভিন্ন স্তরের জাতীয়তাবাদী পরিবারের নেতৃবৃন্দ।
দোয়া মাহফিলে উপস্থিত নেতৃবৃন্দ: জাহিদ হাসান শাকিল যুগ্ম সাধারণ সম্পাদক, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ, আব্দুল্লাহ জোবায়ের সাধারণ সম্পাদক, শিবগঞ্জ উপজেলা যুবদল, আব্দুস সালাম সাংগঠনিক সম্পাদক, শিবগঞ্জ উপজেলা কৃষক দল, মোখলেছার রহমান খলিফা সাবেক চেয়ারম্যান, মোকামতলা ইউপি, মোঃ ইমরান হোসাইন সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, শিবগঞ্জ উপজেলা যুবদল, সিয়াম ইবনে জিন্নাহ্ যুগ্ম সাধারণ সম্পাদক, বগুড়া জেলা ছাত্রদল, আব্দুল রাজ্জাক সভাপতি, মোকামতলা ইউনিয়ন যুবদল, উজ্জ্বল হোসেন সাধারণ সম্পাদক, মোকামতলা ইউনিয়ন যুবদল, গোলাম রব্বানী সরকার সাংগঠনিক সম্পাদক, মোকামতলা ইউনিয়ন যুবদল, মোঃ বিপ্লব প্রামানিক আহ্বায়ক, মোকামতলা ইউনিয়ন ছাত্রদল, মোর্শেদ মিল্টন (মিজু) যুগ্ম আহ্বায়ক, মোকামতলা ইউনিয়ন ছাত্রদল, মিজানুর রহমান সভাপতি, সোনাতলা নাজির আক্তার কলেজ শাখা ছাত্রদল, তাওফিম শিহাব সাধারণ সম্পাদক, আটমূল ইউনিয়ন ছাত্রদল, আমিনুল ইসলাম যুগ্ম সাধারণ সম্পাদক, রনি আহমেদ সাংগঠনিক সম্পাদক, জাকির হোসেন, রোমান খলিফা, সাদিক প্রাং, আব্দুল হাকিম, শাহরিয়ার শাকিলসহ শিবগঞ্জ উপজেলার অন্তর্গত অন্যান্য ইউনিয়ন ও উপজেলার নেতৃবৃন্দ
বিএনপি, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের অসংখ্য নেতাকর্মী চোখের জলে প্রার্থনায় অংশ নেন।
সকলের কণ্ঠে একই প্রার্থনা আল্লাহ আমাদের প্রিয় নেত্রীকে সুস্থতা দান করুন, ফিরিয়ে দিন জাতির আপন শক্তিকে।
সম্পাদক ও প্রকাশকঃ লুৎফর রহমান হীরা
হেড অফিসঃ ১/ জি,আদর্শ ছায়ানীড়, রিংরোড, শ্যামলী, আদাবর ঢাকা - ১২০৭।
স্বত্ব © ২০২৫ চলনবিলের সময়