
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বগুড়া-৬ সদর আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর মনোনীত প্রার্থী তারেক রহমানের পক্ষে ‘ধানের শীষ’ প্রতীকে ভোট চেয়ে গণসংযোগ, প্রচার মিছিল ও পথসভা করা হয়। ৯ নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে বুধবার বেলা ৩ টায় সূত্রাপুর-খান্দার এলাকার শত শত নেতাকর্মীর প্রাণবন্ত অংশগ্রহণে এই গণসংযোগ অনুষ্ঠিত হয়।
ধানের শীষ হাতে নিয়ে সদর আসনে বিপুল ভোটে তারেক রহমানকে জয়ী করার লক্ষ্যে নেতাকর্মীরা ধানের শীষের স্লোগানে মুখরিত করে তোলে পুরো সূত্রাপুর-খান্দার ও আশেপাশে এলাকা। এ সময় উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপির সাবেক সভাপতি ও জাতীয় নির্বাহী কমিটির সদস্য ভিপি সাইফুল, সাবেক-জেলা বিএনপি’র প্রকাশনা বিষয়ক সম্পাদক ও সাবেক কাউন্সিলর মেহেদী হাসান হিমু, দেলোয়ার হোসেন পশারী হিরু, তোহিদুল ইসলাম বিটু, লেমন
বগুড়া জেলা ছাত্রদল সাবেক সহ সভাপতি মহিদুল বারী মুন্না, রাসেল খন্দকার ,সাবেক স্বেচ্ছাসেবক দল নেতা সাখাওয়াত হোসেন শাখা ,সবুজ খন্দকার, সুমন ,সাবেক বিএনপি নেতা মীর হোসেন মিলন, বাবু ,অন্ত ,সহ নেতৃবৃন্দ।