বগুড়া-৭ আসনে বেগম খালেদা জিয়ার পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ

: সোহেল আহম্মেদ (বগুড়া সদর)
প্রকাশ: 3 weeks ago

53

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ৪২-বগুড়া-৭ (গাবতলী ও শাজাহানপুর) আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়েছে।
সোমবার (২২ ডিসেম্বর) দুপুরে গাবতলী উপজেলা সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হাফিজুর রহমানের নিকট থেকে এবং বিকেলে শাজাহানপুর উপজেলা সহকারী রিটার্নিং অফিসার (ইউএনও) মোঃ তাইফুর রহমানের নিকট থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়।
গাবতলী ও শাজাহানপুর উপজেলার শহীদ মিনার চত্বরে দোয়া মোনাজাত শেষে মনোনয়ন ফরম সংগ্রহ করেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা, বগুড়া-৭ এলাকায় বেগম খালেদা জিয়ার নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয়কারী ও সাবেক এমপি মোঃ হেলালুজ্জামান তালুকদার লালু। এ সময় উপস্থিত ছিলেন গাবতলী উপজেলা বিএনপির সভাপতি মোরশেদ মিলটন, শাজাহানপুর উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক শাহীন, গাবতলী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এনামুল হক নতুনসহ দল ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
পূর্বে গাবতলী উপজেলা বিএনপির কার্যালয় ও শাজাহানপুরের শহীদ মিনার চত্বরে অনুষ্ঠিত সভায় সাবেক এমপি লালু বলেন, সকল ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে দেশমাতা বেগম খালেদা জিয়ার নির্বাচনী কাজ এগিয়ে নিতে হবে। তিনি নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করার আহ্বান জানান।
শেষে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দোয়া মোনাজাত করা হয়। মনোনয়ন ফরম সংগ্রহকে কেন্দ্র করে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।