বগুড়ায় “চলনবিলের সময়” পত্রিকার সাংবাদকর্মীদের মাঝে হাসিমুখে পরিচয়পত্র ও নিয়োগপত্র প্রদান

: চলনবিলের সময়
প্রকাশ: 6 months ago

64

বগুড়া শহরের স্বনামধন্য চিটাগাং চাইনিজ হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে এক হৃদয়গ্রাহী আয়োজনের মাধ্যমে “ত্রৈমাসিক চলনবিলের সময়” পত্রিকার বিভিন্ন পর্যায়ের সাংবাদকর্মীদের  হাতে নিজ নিজ পরিচয়পত্র ও নিয়োগপত্র প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পরিচয়পত্র ও নিয়োগপত্র প্রদান করেন পত্রিকার নির্বাহী সম্পাদক গৌর ব্যানার্জী এবং বার্তা সম্পাদক সুচন্দন সরকার (চন্দন)। এই আনন্দঘন মুহূর্তে আরও উপস্থিত ছিলেন চলনবিলের সময় পত্রিকার স্টাফ রিপোর্টার রাসেল আহমেদ, বগুড়া সদর প্রতিনিধি সোহেল আহমেদসহ অন্যান্য গণমাধ্যমকর্মীরা।

অনুষ্ঠানে বক্তারা বলেন, “চলনবিলের সময়” শুধুমাত্র একটি পত্রিকা নয়, এটি একটি চিন্তা ও দায়বদ্ধতার নাম। গণমাধ্যমের মাধ্যমে সমাজ পরিবর্তনে ইতিবাচক ভূমিকা রাখার প্রত্যয়ে সবাই একযোগে কাজ করবেন—এই প্রত্যাশাই ব্যক্ত করেন বক্তারা।

অনুষ্ঠান শেষে অতিথিদের মাঝে শুভেচ্ছা বিনিময় ও হালকা আপ্যায়নের মাধ্যমে দিনের কার্যক্রম শেষ করা হয়।