বর্ণাঢ্য আয়োজনে বগুড়ায় জুলাই শহীদ স্মৃতি জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু

: সুচন্দন সরকার, বগুড়া
প্রকাশ: ২ মাস আগে

6

বর্ণাঢ্য আয়োজনে বগুড়ায় জুলাই শহীদ স্মৃতি জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে। জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থা বগুড়ার আয়োজনে সেপ্টেম্বর রবিবার বিকেল শহীদ চান্দু স্টেডিয়াম সংলগ্ন ফুটবল মাঠে জুলাই শহীদ স্মৃতি জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে বেলুন ফেস্টুন ও পায়রা উড়িয়ে উদ্বোধন করেন প্রধান অতিথি বগুড়া জেলা প্রশাসক (যুগ্ম সচিব) হোসনা আফরোজা। টুর্নামেন্টে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া পৌরসভার প্রশাসক মাসুম আলী বেগ, অতিরিক্ত পুলিশ সুপার আসাদুজ্জামান। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব ইমরুল কায়েস।

এতে আরো উপস্থিত ছিলেন বগুড়া জেলা ক্রীড়া সংস্থার আহ্বায়ক কমিটির সদস্য সচিব তোছাদ্দেক হোসেন, টুর্নামেন্ট কমিটির সদস্য সচিব ও জেলা ক্রীড়া অফিসার আলমগীর হোসেন, দুপচাঁচিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহরুখ খান, সারিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা ভারপ্রাপ্ত আতিকুর রহমান, বাংলাদেশ জেলা ও বিভাগীয় ক্রিয়া সংগঠক এসোসিয়েশনের সদস্য সচিব সৈয়দ আমিনুল হক দেওয়ান সজল, জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক এম আর সিদ্দিক লেমন, বগুড়া জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সদস্য খাজা আবু হায়াত হিরু, হাসান আলী আলাল, খালেদ মাহমুদ রুবেল, মোস্তফা মোঘল, হাসান মোল্লা প্রমুখ। উদ্বোধনী খেলায় দুপচাঁচিয়া উপজেলা ১-০ গোলে সারিয়াকান্দি উপজেলাকে পরাজিত করেছে। দ্বিতীয়ার্ধের ৩২ মিনিটে রবিন দুপচাঁচিয়ার পক্ষে একমাত্র গোলটি করেন।

খেলায় ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয় রবিন। ম্যান অব দ্যা ম্যাচের পুরস্কার তুলে দেন জেলা প্রশাসক হোসনা আফরোজা ও শহীদ কমর উদ্দিনের মাতা জমেলা বেগম।