বর্ণাঢ্য আয়োজনে ৫৪তম জাতীয় সমবায় দিবস উদযাপন

: শাজাহানপুর উপজেলা প্রতিনিধি
প্রকাশ: ১ দিন আগে

53

‘সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে শাজাহানপুরে বর্ণাঢ্যভাবে উদযাপিত হয়েছে ৫৪তম জাতীয় সমবায় দিবস।
শনিবার (১ নভেম্বর) সকালে উপজেলা সমবায় অফিসের আয়োজনে দিনব্যাপী এ কর্মসূচির মধ্যে ছিল র‌্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান।

উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তাইফুর রহমান। তিনি বলেন, সমবায়ের মূল লক্ষ্য সামাজিক ন্যায়বিচার ও অর্থনৈতিক সমতা প্রতিষ্ঠা। একতা ও সহযোগিতার মাধ্যমে সমবায়ই পারে একটি আত্মনির্ভরশীল সমাজ গঠন করতে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা সমবায় কর্মকর্তা মোছাঃ রাজিয়া সুলতানা। সঞ্চালনায় ছিলেন সমবায়ী ও সাংবাদিক মোঃ মুঞ্জুরুল ইসলাম রিপন।

এছাড়া আরো বক্তব্য রাখেন শাজাহানপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ও সমবায়ী সাজেদুর রহমান সবুজ, সুজাবাদ বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের সভাপতি মোঃ বাদল সরকার, সুজাবাদ উত্তরপাড়া যুব উন্নয়ন সমবায় সমিতির সভাপতি মোঃ ফোরকান, এবং মোস্তাইল যুব কল্যাণ সমবায় সমিতির সভাপতি মোঃ শফিকুল ইসলাম প্রমুখ।

অনুষ্ঠানে বিভিন্ন সমবায় সমিতির কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে ২০২৪-২৫ অর্থবছরে অডিট ভিত্তিতে ‘শ্রেষ্ঠ সমবায় সমিতি’ হিসেবে লিচুতলা মানব কল্যাণ সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিমিটেড এবং ‘শ্রেষ্ঠ সমবায়ী’ হিসেবে সাংবাদিক মোঃ মুঞ্জুরুল ইসলাম রিপনকে ক্রেস্ট প্রদান করা হয়।

স্থানীয় প্রশাসন ও সমবায় বিভাগের কর্মকর্তারা আশা প্রকাশ করেন, এই দিবসের আলোচনাগুলো ভবিষ্যতে উপজেলা পর্যায়ে সমবায় আন্দোলনকে আরও শক্তিশালী করবে।