বাংলাদেশ জাতীয়তাবাদী ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

: শাজাহানপুর উপজেলা প্রতিনিধি
প্রকাশ: ১৮ ঘন্টা আগে

7

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শাজাহানপুর উপজেলা যুবদলের উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে মাঝিড়া বন্দরে এই কর্মসূচি পালন করা হয়।

কর্মসূচির অংশ হিসেবে একটি বর্ণাঢ্য র‌্যালি ঢাকা-রংপুর মহাসড়ক প্রদক্ষিণ শেষে মাঝিরা বন্দরে এসে সংক্ষিপ্ত আলোচনা সভায় মিলিত হয়।

উপজেলা যুবদলের আহ্বায়ক সোহেল আরমান রাজুর সভাপতিত্বে এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক জিল্লুর রহমানের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জেলা যুবদলের সভাপতি জাহাঙ্গীর আলম।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখে ন বগুড়া জেলা যুবদলের সাধারণ সম্পাদক আবু হাসান।

সভায় বক্তারা বলেন, যুব সমাজকে সংগঠিত করে গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে অগ্রণী ভূমিকা রাখতে হবে। যুবদলই দেশের ভবিষ্যৎ নেতৃত্বের বাহক।