বাংলাদেশ পুলিশে ‘সুমাইয়া জাফরিন’ নামে কোনো কর্মকর্তা নেই : পুলিশ সদর
:
চলনবিলের সময় প্রকাশ: 6 months ago
বাংলাদেশ পুলিশে ‘সুমাইয়া জাফরিন’ নামে কোনো কর্মকর্তা নেই : পুলিশ সদর
সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগমাধ্যম ও কিছু অনলাইন প্ল্যাটফর্মে এক নারীকে ‘বাংলাদেশ পুলিশের সহকারী পুলিশ সুপার (এএসপি)’ হিসেবে উল্লেখ করে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে। ওই নারীর নাম ‘সুমাইয়া জাফরিন’ বলে দাবি করা হয়েছে বিভিন্ন পোস্টে। বিষয়টি বাংলাদেশ পুলিশের দৃষ্টি আকর্ষণ করায়, বিভ্রান্তি দূর করতে একটি স্পষ্ট ব্যাখ্যা দিয়েছে পুলিশ সদর দপ্তর। শনিবার (০২ আগস্ট) বাংলাদেশ পুলিশের অফিসিয়াল ও ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়েছে, ‘সুমাইয়া জাফরিন’ নামে বাংলাদেশ পুলিশে কোনো কর্মকর্তা নেই।
58
সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগমাধ্যম ও কিছু অনলাইন প্ল্যাটফর্মে এক নারীকে ‘বাংলাদেশ পুলিশের সহকারী পুলিশ সুপার (এএসপি)’ হিসেবে উল্লেখ করে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে। ওই নারীর নাম ‘সুমাইয়া জাফরিন’ বলে দাবি করা হয়েছে বিভিন্ন পোস্টে।
বিষয়টি বাংলাদেশ পুলিশের দৃষ্টি আকর্ষণ করায়, বিভ্রান্তি দূর করতে একটি স্পষ্ট ব্যাখ্যা দিয়েছে পুলিশ সদর দপ্তর।
শনিবার (০২ আগস্ট) বাংলাদেশ পুলিশের অফিসিয়াল ও ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়েছে, ‘সুমাইয়া জাফরিন’ নামে বাংলাদেশ পুলিশে কোনো কর্মকর্তা নেই।