
বাংলাদেশ রেলওয়ের বিভিন্ন ঊর্ধ্বতন কর্মকর্তাদের অফিসের মোবাইল নম্বর ক্লোন/হ্যাক করে বিভিন্ন জনের কাছে টাকা দাবি করা হচ্ছে। এ বিষয়ে সবাইকে সতর্ক করে জরুরি বিজ্ঞপ্তি জারি করেছে কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বিকেল ৫টা ১৭ মিনিটে বাংলাদেশ রেলওয়ের পেজে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে যে, বাংলাদেশ রেলওয়ের বিভিন্ন উর্ধ্বতন কর্মকর্তাগণের অফিসের মোবাইল নম্বর ক্লোন বা হ্যাক করে বিভিন্ন জনের কাছে টাকা দাবী করা হচ্ছে। মহাপরিচালক, বাংলাদেশ রেলওয়ে মহোদয়ের আত্মীয় পরিচয় ও রেফারেন্স ব্যবহার করে টেন্ডার পাইয়ে দেয়া, বদলীর ভীতি প্রদর্শন, চাকুরীর প্রলোভন বা বিভিন্ন প্রকারের তদবির করে আর্থিক সুবিধা নেয়ার অভিযোগ পাওয়া যাচ্ছে।
এছাড়া ব্যক্তিগত স্বার্থসিদ্ধির জন্য বিভিন্ন কর্মকর্তা বা ঠিকাদার কর্তৃক একে অন্যের বিরুদ্ধে কর্মকর্তাদের নাম জড়িয়ে বিভিন্ন অভিযোগ, কুৎসা রটনা এবং সংবাদ মাধ্যমে বানোয়াট সংবাদ পরিবেশন করছেন। এতে রেলওয়ের ভাবমুর্তি ক্ষুন্ন ও কাজের পরিবেশ বিনষ্ট হচ্ছে, এতে বলা হয়।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয় সংশ্লিষ্ট সকল কর্মকর্তা/কর্মচারী/ঠিকাদার/ ব্যক্তি বিশেষ কে এ ধরনের প্রতারনামূলক কাজ হতে বিরত থাকার জন্য এবং সতর্কতা অবলম্বনের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো। অন্যথায় এ দায় দায়িত্ব রেল কর্তৃপক্ষ বহন করবে না।

সম্পাদক ও প্রকাশকঃ লুৎফর রহমান হীরা
হেড অফিসঃ ১/ জি,আদর্শ ছায়ানীড়, রিংরোড, শ্যামলী, আদাবর ঢাকা - ১২০৭।
স্বত্ব © ২০২৫ চলনবিলের সময়