নড়াইলের কালিয়া উপজেলায় বোমা সাদৃশ্য বস্তুর বিস্ফোরণে আলিফ মোল্লা নামে চতুর্থ শ্রেণির এক শিক্ষার্থী আহত হয়েছে।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বেলা ১১টার দিকে উপজেলার ছোটো কালিয়া এলাকায় এ ঘটনা ঘটে।
আহত শিক্ষার্থী নড়াগাতী উপজেলার জয়নগর গ্রামের প্রবাসী রাচ্চু মোল্লার ছেলে। সে ছোটো কালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র। তারা ছোটো কালিয়া এলাকায় ভাড়া বাসায় থাকেন।
স্থানীয়রা জানায়, গুরুতর আহত অবস্থায় আলিফকে প্রথমে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এরপর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে খুলনা মেডিকেলে পাঠানো হয়।
আহত আরিফের মা সাথী বেগম জানান, বাসার পাশে রানু বেগমের বাড়িতে কে বা কারা একটি ব্যাগ রেখে যায়। এরপর তারা ব্যাগটি নিয়ে বাগানে ফেলে দেয়। কৌতূহল বশত আলিফ বাগানে ব্যাগটি দেখতে যায়। ব্যাগের ভেতর বোমা সাদৃশ্য বস্তুটি দেখে আলিফ হাতে নেয়। এরপর গরম অনুভূত হলে সে ছুড়ে ফেলে দেয়। এরপর সঙ্গে সঙ্গেই বিস্ফোরণ ঘটে।
এ বিষয়ে কালিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইদ্রিস আলী বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে বোমা সাদৃশ্য বস্তুটির বিস্ফোরিত কিছু অংশ জব্দ করা হয়েছে। পরীক্ষা শেষে বিস্তারিত জানা যাবে।’
সম্পাদক ও প্রকাশকঃ লুৎফর রহমান হীরা
হেড অফিসঃ ১/ জি,আদর্শ ছায়ানীড়, রিংরোড, শ্যামলী, আদাবর ঢাকা - ১২০৭।
স্বত্ব © ২০২৫ চলনবিলের সময়