 
                             
                                            
                                                                                            
                                        
বগুড়ার গাবতলীতে ডাকাতির পর রাজিয়া বেগম (৭৫) নামের এক বৃদ্ধাকে হত্যার অভিযোগ উঠেছে। এ সময় ডাকাতরা নগদ প্রায় ১০ লাখ টাকা ও ৫ ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়। খবর পেয়ে পুলিশ তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
বৃহস্পতিবার (২১ আগস্ট) রাত ১০টার দিকে উপজেলার দুর্গাহাটা গ্রামে এ ঘটনা ঘটে।
স্বজনদের অভিযোগ, ঢাকায় কর্মরত ছোট ছেলে রঞ্জু প্রামাণিকের বাড়ি দুর্গাহাটা গ্রামে ৮ বছরের নাতিকে নিয়ে একাই বসবাস করতেন রাজিয়া বেগম। বৃহস্পতিবার রাতে মুষলধারে বৃষ্টির মধ্যে বাড়িভাড়া নেওয়ার কথা বলে ৫ থেকে ৭ জন দুর্বৃত্ত রাজিয়ার বাড়িতে প্রবেশ করে। পরে তারা দড়ি দিয়ে রাজিয়া ও তার নাতি কাফির হাত-পা বেঁধে বাড়ির আসবাবপত্র ভাঙচুর করে। এ সময় নগদ প্রায় ১০ লাখ টাকা ও ৫ ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়। রাজিয়া চিৎকার করার চেষ্টা করলে দুর্বৃত্তরা তাকে শ্বাসরোধে হত্যা করে।
গাবতলী মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেরাজুল ইসলাম জানান, ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ জানা যাবে। পরিবারের অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
