বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

: সুচন্দন সরকার, বগুড়া
প্রকাশ: 5 months ago

87

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে। এ উপলক্ষে সকালে শাজাহানপুর উপজেলা বিএনপির কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। পরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত কামনায় এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিকেলে বগুড়া জেলা বিএনপির আয়োজিত সমাবেশে অংশ নেয় শাজাহানপুর উপজেলা বিএনপির নেতা-কর্মীরা। উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক শাহীন এবং সাধারণ সম্পাদক আজিজুর রহমান বিদ্যুতের নেতৃত্বে একটি বিশাল মিছিল নিয়ে তাঁরা সমাবেশে যোগ দেন।