
কুমিল্লার রাজনীতিতে হাজি আমিনুর রশীদ ইয়াছিন ও মনিরুল হক সাক্কুর দ্বন্দ্ব অনেক দিনের। দীর্ঘ সময় ধরে এই দুই নেতাকে ঘিরে মহানগর রাজনীতিতে তৈরি হয়েছে দ্বিমেরুকেন্দ্রিক পরিস্থিতি।
আমিনুর রশীদ ইয়াছিন বর্তমানে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য। অন্যদিকে মনিরুল হক সাক্কু কুমিল্লা সিটি করপোরেশনের দুইবারের নির্বাচিত মেয়র হলেও বর্তমানে তিনি বিএনপি থেকে বহিষ্কৃত। দুই নেতারই কুমিল্লায় নিজস্ব জনপ্রিয়তা রয়েছে।
আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আবারও আলোচনায় এসেছেন তারা। কুমিল্লা সদর আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থী হিসেবে বিবেচিত হচ্ছেন হাজি আমিনুর রশীদ ইয়াছিন। অন্যদিকে দল থেকে বহিষ্কৃত হলেও স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন মনিরুল হক সাক্কু।
মনিরুল হক সাক্কু বলেন, আমি বিএনপি থেকে মনোনয়ন চাইব। তবে না পেলে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেব। জনগণের চাপ ও সমর্থন পাচ্ছি, তাই ইতোমধ্যে মাঠে কাজ শুরু করেছি। মেয়র পদে নয়, এবার সংসদ নির্বাচনে লড়াই করতে চাই।
এ বিষয়ে জানতে চাইলে হাজি আমিনুর রশীদ ইয়াছিন জানান, আমি প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করি না। বিএনপির আদর্শ ধারণ করেই রাজনীতি করছি। আগামী নির্বাচনে দল যদি আমাকে মনোনয়ন দেয় তবে নির্বাচনে অংশ নেব।
রাজনীতির মাঠে পুরোনো দ্বন্দ্ব এবার জাতীয় সংসদ নির্বাচনে নতুন করে কতটা প্রভাব ফেলবে, তা নিয়েই কুমিল্লায় শুরু হয়েছে আলোচনা।