বলিউড অভিনেত্রী ম্রুণাল ঠাকুর আবারও খবরের শিরোনামে, তবে এবার সিনেমার কারণে নয় বরং বিতর্কিত এক মন্তব্যকে ঘিরে। সম্প্রতি তার পুরোনো এক সাক্ষাৎকারের ভিডিও নতুন করে ভাইরাল হয়, যেখানে সহঅভিনেত্রী বিপাশা বসুর চেহারা নিয়ে মন্তব্য করায় তীব্র সমালোচনার মুখে পড়েন তিনি।
এরপর গত ১৪ আগস্ট নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল ইনস্টাগ্রাম স্টোরিতে একটি বিবৃতি প্রকাশ করে লেখেন, তার শব্দচয়নের ব্যাপারে আরও সচেতন হওয়া উচিত ছিল। যদিও সেখানে কারও নাম উল্লেখ করেননি, তবে তার বার্তা ছিল পরোক্ষভাবে সেই ঘটনার প্রতিক্রিয়া। ভাইরাল হওয়া পুরনো সেই ভিডিওতে ম্রুণাল এক অভিনেতাকে বলেছিলেন, “তুমি কি এমন মেয়েকে বিয়ে করতে চাও, যিনি মাসকুলার? তা হলে গিয়ে বিপাশাকে বিয়ে করো। শোনো, আমি বিপাশার চেয়ে অনেক ভালো, ঠিক আছে?
এ ঘটনার পরিপ্রেক্ষিতে ৩৩ বছর বয়সী এই অভিনেত্রী লেখেন, '১৯ বছর বয়সে আমি অনেক নির্বোধ মন্তব্য করেছি। তখন আমি বুঝতে পারিনি আমার কথার কতটা প্রভাব পড়তে পারে, এমনকি মজার ছলেও সেটা কাউকে কষ্ট দিতে পারে। কিন্তু আমি জানি সে রকমই হয়েছে, আর তার জন্য আমি গভীরভাবে দুঃখিত।
তিনি আরও লেখেন, ‘আমার উদ্দেশ্য কখনও কাউকে শরীর নিয়ে অপমান করা ছিল না। এটা এক মজার আলাপচারিতা ছিল, যেটার মাত্রা ঠিক ছিল না। কিন্তু আমি বুঝি, সেটা কেমন শোনাচ্ছিল। আমি সত্যিই বুঝলে, আমি অন্যভাবে কথা বলতাম। সময়ের সঙ্গে সঙ্গে আমি বুঝেছি সৌন্দর্য অনেক রকমের হতে পারে এবং এখন আমি সত্যিই এই ভাবনার মূল্য দিই।
এদিকে সম্প্রতি ম্রুণাল খবরের শিরোনামে এসেছিলেন ধানুশের সঙ্গে প্রেমের গুঞ্জনে। তারপর এই পুরোনো ভিডিয়ো ভাইরাল হওয়ার কারণে ক্ষমা চাইতে হলো এই নায়িকাকে।
সম্পাদক ও প্রকাশকঃ লুৎফর রহমান হীরা
হেড অফিসঃ ১/ জি,আদর্শ ছায়ানীড়, রিংরোড, শ্যামলী, আদাবর ঢাকা - ১২০৭।
স্বত্ব © ২০২৫ চলনবিলের সময়