পাকিস্তানের তারকা ক্রিকেটার মোহাম্মদ রিজওয়ান বিগ ব্যাশ, বিপিএলসহ মাঠ মাতিয়েছেন একাধিক ফ্র্যাঞ্চাইজি লিগে। ব্যাট হাতে দুর্দান্ত পারফরম্যান্সের কারণে বিশ্বের নামিদামি লিগে তার রয়েছে আলাদা চাহিদা। বিপিএল খেলা এ পাক তারকা এবার প্রথমবারের মতো নাম লেখিয়েছেন ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল)।
জানা গেছে, চলমান সিপিএলের বাকি মৌসুমের জন্য রিজওয়ান যোগ দিচ্ছেন সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টসে। আফগানিস্তানের পেসার ফজলহক ফারুকি দেশের হয়ে সংযুক্ত আরব আমিরাতে ত্রিদেশীয় সিরিজে যোগ দেওয়ায় তার বিকল্প হিসেবে নেওয়া হয়েছে এ তারকা ক্রিকেটারকে।
আসন্ন এশিয়া কাপ ও ত্রিদেশীয় সিরিজের জন্য ঘোষিত দলে জায়গা হয়নি রিজওয়ানের। ফলে সিপিএলে খেলায় তার কোনো বাধা নেই। রিজওয়ানের অন্তর্ভুক্তিতে সিপিএলে পাকিস্তানি ক্রিকেটারদের সংখ্যা আরও বেড়েছে। ইতোমধ্যেই লিগটির বিভিন্ন দলে খেলছেন পাকিস্তানের নাসিম শাহ, আব্বাস আফ্রিদি, ইমাদ ওয়াসিম, মোহাম্মদ আমির ও সালমান ইরশাদরা।
রিজওয়ানের দল চলতি সিপিএলে পয়েন্ট টেবিলে নিচ থেকে দ্বিতীয় স্থানে আছে। এর আগে, ২০১৭ ও ২০২১ সালে সিপিএলের শিরোপা জিতে দলটি।
সম্পাদক ও প্রকাশকঃ লুৎফর রহমান হীরা
হেড অফিসঃ ১/ জি,আদর্শ ছায়ানীড়, রিংরোড, শ্যামলী, আদাবর ঢাকা - ১২০৭।
স্বত্ব © ২০২৫ চলনবিলের সময়