এবারের বিপিএলের পুরোটা খেলতে পারবেন না আফগানিস্তানের তারকা ক্রিকেটার আজমতউল্লাহ ওমরজাই আগে থেকে তা জানা ছিল। তবে চলমান টুর্নামেন্টে কয় ম্যাচ খেলবেন তিনি তা নিয়ে ছিল ধোঁয়াশা। অবশেষে জানা গেল জাতীয় দলের দায়িত্ব পালনের জন্য বিপিএল ছেড়ে চলে গেছেন তিনি।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ খেলতে যাবেন আফগানিস্তানের ক্রিকেটাররা। সেই সিরিজের জন্য ঘোষিত দলে আছেন ওমরজাই। আর তাই বিপিএলের মাঝপথেই তাকে দেশে ফিরে যেতে হয়েছে।
সিলেট টাইটান্স ওমরজাইয়ের একটি ভিডিও প্রকাশ করে তার চলে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে। আগামী বছর আবার বিপিএলে আসবেন বলে জানিয়েছেন তিনি।
বিদায় বেলায় ওমরজাই বলেন, সিলেট টাইটান্সকে ধন্যবাদ জানাই, তারা আমাকে এই দলের হয়ে খেলার সুযোগ করে দিয়েছেন। আমি টাইটান্সের হয়ে খেলে সত্যিই খুব খুশি। এখানকার ম্যানেজমেন্ট এবং দল খুবই চমৎকার ছিল। আমি আমার শতভাগ উজাড় করে দিয়েছি এবং ইনশাআল্লাহ আগামী বছরও এই দলের হয়ে খেলব।
২০২২ বিপিএলে সিলেট স্ট্রাইকার্সের হয়ে বিপিএল অভিষেক হয়েছিল ওমরজাইয়ের। এটাই ছিল তার প্রথম কোনো ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট। বাংলাদেশ ছাড়ার আগেও সেটাই মনে করিয়ে দিয়েছেন তিনি। বিপিএলের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এই অলরাউন্ডার।
তিনি বলেন, আমি সবসময় বিপিএল উপভোগ করি। এই টুর্নামেন্ট থেকেই আমার ক্রিকেট ক্যারিয়ার শুরু হয়েছিল। তাই আমি সবসময় এটি উপভোগ করি, নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করি। বিপিএল খেলতে আমার খুব ভালো লাগে।
সম্পাদক ও প্রকাশকঃ লুৎফর রহমান হীরা
হেড অফিসঃ ১/ জি,আদর্শ ছায়ানীড়, রিংরোড, শ্যামলী, আদাবর ঢাকা - ১২০৭।
স্বত্ব © ২০২৫ চলনবিলের সময়