টি-টোয়েন্টি ক্রিকেটের অন্যতম সেরা বোলার হিসেবে খ্যাত আফগান অলরাউন্ডার রশিদ খান এবার ইংল্যান্ডের ‘দ্য হান্ড্রেড’ টুর্নামেন্টে বিব্রতকর এক রেকর্ড গড়লেন। মঙ্গলবার (১২ আগস্ট) বার্মিংহামে বার্মিংহাম ফিনিক্সের বিপক্ষে ওভাল ইনভিনসিবলসের হয়ে খেলতে নেমে তিনি ২০ বলে (চার ওভার) খরচ করেন ৫৯ রান—পাননি কোনো উইকেট।
এটি শুধু দ্য হান্ড্রেড ইতিহাসেরই সবচেয়ে খরুচে বোলিং নয়, বরং টি-টোয়েন্টি ফরম্যাটে রশিদের ব্যক্তিগত ক্যারিয়ারেরও ব্যয়বহুলতম স্পেল।
ম্যাচের ৭৬তম থেকে ৮০তম বল পর্যন্ত রশিদের বিরুদ্ধে ভয়ংকর রূপ নেন বার্মিংহামের মিডল-অর্ডার ব্যাটার লিয়াম লিভিংস্টোন। এই পর্বে তিনি রশিদকে পরপর তিন ছক্কা ও দুটি চার হাঁকান। শেষ পর্যন্ত লিভিংস্টোন ২৭ বলে অপরাজিত ৬৯ রান করে দলকে দুই বল হাতে রেখে ৪ উইকেটে জয় এনে দেন।
এই ম্যাচে লিভিংস্টোন প্রথম ব্যাটার হিসেবে টি-টোয়েন্টি ক্রিকেটে রশিদের বিপক্ষে ২০০ রানের মাইলফলক ছুঁলেন। এর আগে কোনো ব্যাটার তার বিপক্ষে ১৫০ রানও করতে পারেননি।
২০২৩ বিশ্বকাপের পর পিঠের অস্ত্রোপচার করান রশিদ খান। তারপর থেকেই ফর্মে কিছুটা ভাটা দেখা দিয়েছে এই আফগান তারকার বোলিংয়ে।
দ্য হান্ড্রেডে সর্বোচ্চ রান খরচের রেকর্ড
সম্পাদক ও প্রকাশকঃ লুৎফর রহমান হীরা
হেড অফিসঃ ১/ জি,আদর্শ ছায়ানীড়, রিংরোড, শ্যামলী, আদাবর ঢাকা - ১২০৭।
স্বত্ব © ২০২৫ চলনবিলের সময়