
ঐতিহাসিক সাফল্য অর্জন করেছে ব্রাজিল নারী অনূর্ধ্ব-১৭ দল। প্রথমবারের মতো তারা অনূর্ধ্ব-১৭ নারী বিশ্বকাপের সেমিফাইনালে জায়গা করে নিয়েছে। দুর্দান্ত পারফরম্যান্সে চলমান যুব বিশ্বকাপে অপরাজিত থাকা কানাডাকে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করে ‘আমারেলিনহা’। নির্ধারিত সময়ের খেলা গোলশূন্য (০–০) ড্র হওয়ার পর টাইব্রেকারে ৫–৪ ব্যবধানে জয় পায় ব্রাজিল।
রাবাতের অলিম্পিক স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই রিলানি সিলভার কোচিংয়ে থাকা ব্রাজিল দল মাঠে দাপট দেখায়। দুর্দান্ত আক্রমণে একের পর এক গোলের সুযোগ তৈরি করে কানাডাকে চাপে ফেলে রাখে। খেলার শুরু থেকেই ব্রাজিল আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে, ফলে কানাডা নিজেদের অর্ধেই গুটিয়ে পড়ে। জুলিনহা, মারিয়া ও এভেলিন একাধিকবার গোলের সুযোগ তৈরি করলে তাতে ভাগ্য সহায় হয়নি।
প্রথমার্ধের মাঝামাঝি সময়ে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে কানাডা। কয়েক মুহূর্তের জন্য তারা কয়েকটি আক্রমণ করে। তবে ব্রাজিলের গোলরক্ষক আনা মরগান্তি দেখান অসাধারণ সাহসিকতা। বক্স ছেড়ে বেরিয়ে এসে দুর্দান্ত সাহসিকতার সঙ্গে নষ্ট করে দেন কানাডার আক্রমণ।
দ্বিতীয়ার্ধের শুরুতেই আবারও ম্যাচের নিয়ন্ত্রণ ফিরে পায় ব্রাজিল। কানাডার শক্তিশালী রক্ষণভাগ ভেদ করতে তারা উইং দিয়ে আক্রমণ সাজাতে থাকে। কাইলান, জুলিয়া পেরেইরা ও রাভেন্না বেশ কয়েকবার কানাডার গোলরক্ষক সিসেকে বিপদে ফেললেও গোলের দেখা মেলেনি।
নির্ধারিত সময় গোলশূন্য থাকায় ম্যাচ গড়ায় টাইব্রেকারে। সেখানেই নায়ক হয়ে ওঠেন গোলরক্ষক আনা মরগান্তি । তিনি কানাডার মুটিপুলার শট দারুণভাবে রুখে দেন। এরপর ব্রাজিলের পাঁচ শুটারই জালের দেখা খুঁজে পেলে ৫–৪ ব্যবধানে জয় নিশ্চিত ব্রাজিলের।
এই জয়ে ব্রাজিল নারী অনূর্ধ্ব-১৭ দল প্রথমবারের মতো বিশ্বকাপের সেমিফাইনালে জায়গা করে নেয়, যা দেশটির নারী ফুটবলের ইতিহাসে এক অভূতপূর্ব অধ্যায়।