সাদুল্লাপুর উপজেলায় ৬৬ বছরের এক বৃদ্ধাকে ধর্ষণের ঘটনার দুই দিন পর তার পরিবারের সদস্যদের ওপর হামলার ঘটনা ঘটেছে।পলাশবাড়ী উপজেলা প্রতিনিধি -বিশ্বজিৎ সরকার অভিযুক্ত আইয়ুব আলীর পরিবারের সদস্যদের বিরুদ্ধে এই হামলার অভিযোগ উঠেছে।
এ ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসী হামলাকারীদের ঘেরাও করে পুলিশের হাতে তুলে দেন। পরে অভিযুক্তের স্ত্রী ও ছেলেসহ পাঁচ জনকে আটক করেছে পুলিশ।
এদিকে, ধর্ষণ ঘটনার প্রতিবাদে মঙ্গলবার দুপুরে বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্র ও সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট যৌথভাবে গাইবান্ধা শহরের এক নম্বর রেলগেট এলাকায় মানববন্ধন কর্মসূচি পালন করেন। ঘণ্টাব্যাপী ওই কর্মসূচিতে বক্তারা দ্রুত আইয়ুব আলী ও তার পরিবারের হামলাকারী সদস্যদের গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
অন্যদিকে, ঘটনার পর থেকে পুরো আলীনগর এলাকায় চরম ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে। এলাকাবাসীর অভিযোগ, আইয়ুব আলী অতীতেও এ ধরনের অনৈতিক কাজে জড়িত ছিল। তারা দাবি জানিয়েছেন, দ্রুত আইয়ুব আলী ও তার সহযোগীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হোক।
সম্পাদক ও প্রকাশকঃ লুৎফর রহমান হীরা
হেড অফিসঃ ১/ জি,আদর্শ ছায়ানীড়, রিংরোড, শ্যামলী, আদাবর ঢাকা - ১২০৭।
স্বত্ব © ২০২৫ চলনবিলের সময়