বৃষ্টি থাকবে আরও কতদিন, জানালো আবহাওয়া অফিস

: চলনবিলের সময় ডেস্ক
প্রকাশ: ২ মাস আগে

6

দেশের বিভিন্ন স্থানে আজও বৃষ্টি হয়েছে। একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। আরেকটি লঘুচাপ সোমবার (২৫ আগস্ট) সৃষ্টি হতে পারে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় রয়েছে। এসব কারণে বৃষ্টি হচ্ছে। আরও কতদিন মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

রোববার (২৪ আগস্ট) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

আবহাওয়া বিভাগের পূর্বাভাস অনুযায়ী, রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় আজ সন্ধ্যা থেকে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ ছাড়া রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে অতিভারি বর্ষণেরও সম্ভাবনা রয়েছে।

তাপমাত্রার ক্ষেত্রে সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।

পরবর্তী দিনগুলোতেও একই ধারা অব্যাহত থাকবে। ২৫ ও ২৬ আগস্ট দেশের বিভিন্ন বিভাগে বিক্ষিপ্তভাবে বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। ২৭ আগস্ট নাগাদ বৃষ্টিপাতের পরিমাণ বাড়তে পারে, বিশেষ করে চট্টগ্রাম, সিলেট, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের অনেক জায়গায় এবং অন্যান্য বিভাগের কিছু কিছু জায়গায় ভারি থেকে অতিভারি বর্ষণের সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের সিনপটিক অবস্থা বিশ্লেষণে বলা হয়েছে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত লঘুচাপটি দুর্বল হয়ে মৌসুমি অক্ষের সাথে মিলিত হয়েছে। মৌসুমি বায়ুর অক্ষ রাজস্থান, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটিভাবে সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় রয়েছে।

আবহাওয়া বিভাগ আরো জানিয়েছে, পরবর্তী ৪৮ ঘণ্টার মধ্যে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে, যা দেশের আবহাওয়ায় বাড়তি আর্দ্রতা ও বৃষ্টিপাতের কারণ হবে। তবে পাঁচ দিনের শেষের দিকে বৃষ্টিপাতের প্রবণতা কিছুটা কমতে পারে বলে ধারণা করা হচ্ছে।