বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় পাবনার চাটমোহর উপজেলায় মন্দির ভিত্তিক শিক্ষালয়গুলোতে বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়েছে।
শুক্রবার (৫ ডিসেম্বর) ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের আওতাধীন হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট পরিচালিত মন্দির ভিত্তিক শিক্ষা কার্যক্রমের অংশ হিসেবে পৌরসদরের হরিসভা মন্দিরসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের মোট আটটি মন্দিরে এই বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়। সেখানে বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য ও দীর্ঘায়ু কামনায় ভক্তরা প্রার্থনা জানান।
প্রার্থনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাটমোহর উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শ্রী অশোক চক্রবর্তী, সাধারণ সম্পাদক শ্রী প্রবীর দত্ত চৈতন্য, রিন্টু কুন্ডুসহ মন্দিরভিত্তিক শিক্ষালয়ের শিক্ষার্থীরা।
সম্পাদক ও প্রকাশকঃ লুৎফর রহমান হীরা
হেড অফিসঃ ১/ জি,আদর্শ ছায়ানীড়, রিংরোড, শ্যামলী, আদাবর ঢাকা - ১২০৭।
স্বত্ব © ২০২৫ চলনবিলের সময়