বিএনপি চেয়ারম্যান উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও কৃষকদল কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি সাবেক এমপি মো: হেলালুজ্জামান তালুকদার লালু বলেছেন, বেগম খালেদা জিয়া ছিলেন সৎ নির্ভীক দেশ প্রেমিক। এ দেশের শিক্ষার মান উন্নয়নে খালেদা জিয়ার যুগন্তকারী সিদ্ধান্ত নিয়ে ছিলেন। বেগম খালেদা জিয়া প্রতিরক্ষা খাতে টাকা কমিয়ে শিক্ষা খাতে ব্যয় বৃদ্ধি করে ছিলেন। মেয়েদের শিক্ষর জন্য দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সরকার শিক্ষার জন্য খাদ্য কর্মসূচী চালু করে ছিলেন। অসহায় শিক্ষার্থীদের জন্য খালেদা জিয়া উপবৃত্তি চালু করেন। লালু আরো বলেন, বেগম খালেদা জিয়া গৃহবধু ছিলেন স্বামী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুর পর দলের নেতাদের অনুরোধে এবং দেশের মানুষের চাহিদায় তিনি রাস্তায় নেমে ছিলেন। দীর্ঘ রাজনৈতিক জীবনে ৩বার প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন। রাজপথে স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনে নেতৃত্বে দিয়েছেন। ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করতে গিয়ে মিথ্যা মামলা দিয়ে কারাগারে পাঠানোর মাধ্যমে বেগম খালেদা জিয়া অসুস্থ হয়ে পড়ে। অসুস্থতার কারণে মৃত্যুর আগ পর্যন্ত বেগম খালেদা জিয়াকে চিকিৎসা নিতে হয়েছে। তার মৃত্যুতে আমরা অভিভাবক হারিয়েছি। বেগম খালেদা জিয়ার জানাজার নামাজ বাংলাদেশে ইতিহাস হয়ে থাকবে। তিনি ১৪ জানুয়ারি বুধবার দুপুরে বাদ জোহর শহরের মালতীনগর বগুড়া মহিলা ডিগ্রী কলেজের আয়োজনে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল পূর্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। বগুড়া মহিলা ডিগ্রী কলেজের সভাপতি কৃষিবিদ আমিনুল ইসলামের সভাপতিত্বে ও কলেজের সহকারি অধ্যাপক জহুরুল ইসলামের সঞ্চালনায় সভায় আরো বক্তব্য দেন বগুড়া জেলা যুবদলের সাবেক সভাপতি ও সাবেক কাউন্সিলর সিপার আল বখতিয়ার, বগুড়া মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোকাব্বর হোসেন। এসময় উপস্থিত ছিলেন বিএআরআই বগুড়ার প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা কৃষিবিদ ড. মাহমুদুল হাসান সুজা, বগুড়া মহিলা ডিগ্রী কলেজের গভর্নিং বডির সদস্য রাজাদুল হক, সদস্য মিনারুল ইসলাম, নূরজাহান আকতার, মোসলেমা খাতুন, রাশিদুল ইসলাম, সারোওয়ার হুসাইন, জেলা যুবদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি ফিরোজ, গাবতলী উপজেলা যুবদলের আহবায়ক আরিফুর রহমান মজনু, ছাত্রনেতা মুন প্রমুখ। দোয়া মাহফিল পরিচালনা করেন কলেজের গভর্নিং বডির সদস্য ও নিউ মার্কেট কেন্দ্রীয় বড় জামে মসজিদের ইমাম মুফতি মাওলানা আব্দুল কাদের।
সম্পাদক ও প্রকাশকঃ লুৎফর রহমান হীরা
হেড অফিসঃ ১/ জি,আদর্শ ছায়ানীড়, রিংরোড, শ্যামলী, আদাবর ঢাকা - ১২০৭।
স্বত্ব © ২০২৫ চলনবিলের সময়