প্যারিসের থিয়েটার দু শাতলে আগামী কয়েক ঘণ্টার মধ্যেই বসতে যাচ্ছে ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ আসর—২০২৫ ব্যালন ডি’অর প্রদান অনুষ্ঠান। বিশ্বের বড় সব ফুটবলাররা লড়বে সেরা খেলোয়াড়ের খেতাবের জন্য। অবশ্য এর মাঝেই ফাঁস হওয়া এক তথাকথিত তালিকা ঘিরে তৈরি হয়েছে ব্যাপক বিতর্ক।
গতরাতে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ওই তালিকায় দেখা যায়, বার্সেলোনার কিশোর তারকা লামিনে ইয়ামাল শীর্ষে, দ্বিতীয় স্থানে পিএসজির উসমান দেম্বেলে। কিন্তু আয়োজক ফ্রান্স ফুটবল ম্যাগাজিন দ্রুতই তা খারিজ করে জানায়, ‘শুধুমাত্র একজন মানুষই জানেন আসল ফলাফল, খেলোয়াড়রা নিজেরাও তা জানতে পারবেন পুরস্কার মঞ্চে।
ফাঁস হওয়া তথাকথিত তালিকা অনুযায়ী
এই তালিকা প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় জল্পনা-কল্পনা। বিশেষ করে ১৮ বছর বয়সী ইয়ামালের নাম শীর্ষে থাকায় আলোচনার ঝড় ওঠে। খবর আরও গতি পায় যখন জানা যায়, ইয়ামালের ঘনিষ্ঠ মহল ইতোমধ্যে প্যারিসে বিশেষ আয়োজনের জন্য জায়গা সংরক্ষণ করেছে।
তবে ফ্রান্স ফুটবলের সম্পাদক ভিনসেন্ট গার্সিয়া আবারও পরিষ্কার ভাষায় জানিয়েছেন, আমি ছাড়া আর কেউ ফলাফল জানে না। ব্যালন ডি’অরের মানদণ্ড আগের মতোই—ব্যক্তিগত পারফরম্যান্স, দলীয় সাফল্য, ফেয়ার প্লে এবং মাঠের ভেতরে-বাইরে আচরণ।
অন্যদিকে, গুজবকে আরও উসকে দিয়েছে আরেকটি তথ্য—এবারের ব্যালন ডি’অর তুলে দেবেন কিংবদন্তি রোনালদিনহো। ফলে ফাঁস হওয়া তালিকা সত্যি নাকি নিছক গুজব, সেটাই এখন কোটি ভক্তের কৌতূহলের কেন্দ্রবিন্দু।
সম্পাদক ও প্রকাশকঃ লুৎফর রহমান হীরা
হেড অফিসঃ ১/ জি,আদর্শ ছায়ানীড়, রিংরোড, শ্যামলী, আদাবর ঢাকা - ১২০৭।
স্বত্ব © ২০২৫ চলনবিলের সময়