কুমিল্লার ব্রাহ্মণপাড়া থানা পুলিশ বিশেষ অভিযানে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করেছে। গতকাল শুক্রবার (৫ সেপ্টেম্বর) রাতে উপজেলার শশীদল ইউনিয়নের উত্তরপাড়া এলাকায় এ অভিযান চালানো হয়।
থানা সূত্রে জানা যায়, ব্রাহ্মণপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) দেলোয়ার হোসেনের নির্দেশে এসআই মেহেদী হাসান জুয়েল সঙ্গীয় ফোর্স নিয়ে শশীদল ইউনিয়নে বিশেষ অভিযান পরিচালনা করেন। গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, শশীদল উত্তরপাড়া এলাকার কাজীমুদ্দিন সরকারের বাড়িতে জসিম উদ্দিনের বসত ঘরে মাদক মজুত রয়েছে।
পুলিশ জানায়, অভিযানের সময় দরজা ধাক্কা দিয়ে ঘরে প্রবেশের চেষ্টা করলে জসিম উদ্দিন পুলিশের উপস্থিতি টের পেয়ে দ্রুত কৌশলে পালিয়ে যায়। পরে তার ঘরের স্টিলের আলমারি ও শোকেসের ড্রয়ার তল্লাশি করে ৪০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
পলাতক আসামি জসিম উদ্দিন শশীদল উত্তরপাড়া এলাকার মো. আব্দুল ওয়াদুদের ছেলে। তার বিরুদ্ধে ব্রাহ্মণপাড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
এ বিষয়ে ব্রাহ্মণপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) দেলোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অভিযান চালিয়ে ৪০ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। আসামিকে গ্রেপ্তারের জন্য পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ লুৎফর রহমান হীরা
হেড অফিসঃ ১/ জি,আদর্শ ছায়ানীড়, রিংরোড, শ্যামলী, আদাবর ঢাকা - ১২০৭।
স্বত্ব © ২০২৫ চলনবিলের সময়