কুমিল্লার ব্রাহ্মণপাড়ার উপজেলাধীন শশীদল ইউনিয়ন আহলে সুন্নাত ওয়াল জামায়েত উদ্যোগে ঈদে মিলাদুন্নবী উদযাপন উপলক্ষে জশনে জুলুস ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ৬ সেপ্টেম্বর শনিবার সকালে শশীদল পাঁচপীর হাফিজিয়া মাদ্রাসা মাঠে জশনে জুলুস শেষে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয় ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন,আহলে সুন্নাত ওয়াল জামাত শশীদল ইউনিয়ন সভাপতি মাওলানা আবু হানিফ।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আহলে সুন্নাত ওয়াল জামায়ত ব্রাহ্মণপাড়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা মোঃ হাবিবুর রহমান মনতাজি।
প্রধান মেহমান হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামিক ফ্রন্টের কুমিল্লা জেলা কমিটি যুগ্ন সাংগঠনিক সম্পাদক সাংবাদিক গাজী মোহাম্মদ জাহাঙ্গীর আলম জাবির, বিশেষ অতিথি হিসেবে ছিলেন ব্রাহ্মণপাড়া উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামাতের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ জসিম উদ্দিন মাস্টার, ইউনিয়ন আহলে সুন্নাত ওয়াল জামায়াতের সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব সাদেক আহমদ।
প্রধান বক্তা ছিলেন শশীদল কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম হাফেজ ক্বারী মাওলানা মো. আবু রায়হান রেজা হাশেমি। ইউনিয়ন আহলে সুন্নাতের সাংগঠনিক সম্পাদক মাওলানা মো.রফিকুল ইসলাম রেজভীর সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন পাচঁ পীর হাফিজিয়া মাদ্রাসার প্রধান শিক্ষক হাফেজ ক্বারী মাওলানা আব্দুর রউফ, আল-আমিন বারিয়া হাফিজিয়া মাদ্রাসার প্রধান শিক্ষক হাফেজ আব্দুল কাইয়ুম, মল্লিকাদিঘী নবিয়া হাফিজিয়া মাদ্রাসার প্রধান শিক্ষক নুর মোহাম্মদ, ইউনিয়ন আহলে সুন্নাত ওয়াল জামায়েত উপদেষ্টা সদস্য হাজী আবুল কাসেম মাস্টার, মো. জাহাঙ্গীর আলম বাচ্চু মাষ্টার,হাজী ছিদিকুুর রহমান বিজিবি,মাওলানা শাহজাহান জিহাদী,মৌলভী সাদেকুর রহমানসহ আরো অনেকে।
সম্পাদক ও প্রকাশকঃ লুৎফর রহমান হীরা
হেড অফিসঃ ১/ জি,আদর্শ ছায়ানীড়, রিংরোড, শ্যামলী, আদাবর ঢাকা - ১২০৭।
স্বত্ব © ২০২৫ চলনবিলের সময়