রাজশাহীর পবায় ধানের জমিতে হাঁস যাওয়াকে কেন্দ্র করে ভাইয়ের হাতে ভাই খুন হওয়ার ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে র্যাব।
শনিবার (২৬ জুলাই) ভোরে উপজেলার কয়রা গ্রাম থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার দুজন হলেন মো. মেহেদী (২৪) ও তার মা পারভিন বেগম (৪০)। তারা উপজেলার আলিমগঞ্জ গ্রামের বাসিন্দা তারা।
এর আগে গত বৃহস্পতিবার চাপাতির কোপে গুরুতর আহত হয়ে মারা যান আলিমগঞ্জ গ্রামের বাসিন্দা আমিরুল মোমিন (৪০)। তিনি গ্রেপ্তার আসামি মেহেদীর সৎ চাচা ছিলেন। মেহেদীর বাবার নাম মিজানুর রহমান মিজু। খুনের ঘটনার পর থেকে তিনি পলাতক।
র্যাবের বিজ্ঞপ্তিতে বলা হয়, মিজানুরের সঙ্গে তার সৎ ভাই আমিরুলের বিরোধ ছিল। গত ২১ জুলাই আমিরুলের দুটি পাতিহাঁস মিজানুরের ধানের জমিতে যায়। এ নিয়ে গত বৃহস্পতিবার বিকেলে মিজানুরসহ অন্য আসামিরা আমিরুলের বাড়ির সামনে গিয়ে গালিগালাজ করতে থাকেন। আমিরুল সেখানে গেলে তাকে হাঁসুয়া ও চাপাতি দিয়ে কুপিয়ে আহত করেন। তাকে বাঁচাতে তার ভাই গোলাম আজম এগিয়ে গেলে তাকেও কোপানো হয়। পরে দুজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। এ সময় কর্তব্যরত চিকিৎসক আমিরুলকে মৃত ঘোষণা করেন।
সম্পাদক ও প্রকাশকঃ লুৎফর রহমান হীরা
হেড অফিসঃ ১/জি,আদর্শ ছায়ানীড়,রিংরোড,শ্যামলী,আদাবর ঢাকা-১২০৭।
Copyright © 2025 chalonbilersomoy. All rights reserved.