পাবনার ভাঙ্গুড়া উপজেলার অষ্টমনীষা বাজারে বুধবার (৩ ডিসেম্বর) গভীর রাতে সংঘবদ্ধ একটি ডাকাত চক্র পাঁচটি স্বর্ণের দোকান ও দোকান মালিকদের বাড়িতে ব্যাপক ডাকাতি চালিয়েছে। রাতের অন্ধকারে ডাকাত দল দোকানের শাটারের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে সিন্দুক, আলমারি ও শোকেস ভাঙচুর করে প্রায় কোটি টাকার স্বর্ণ–রুপার অলংকারসহ মূল্যবান সামগ্রী লুট করে নিয়ে যায়।
দোকানে হামলার আগে ডাকাত দল স্বর্ণ ব্যবসায়ী আফতাবের বাড়িতে ঢুকে পরিবারের সদস্যদের জিম্মি করে নগদ প্রায় ৪০ লাখ টাকা ও স্বর্ণালংকার লুট করে। একইভাবে স্বর্ণ ব্যবসায়ী তপন কর্মকার ও তার পরিবারকে জিম্মি করে ৪২ লাখ টাকা এবং রতন কর্মকারের পরিবারকে মারধর করে ৪৫ লাখ টাকা ও অলংকার ছিনিয়ে নেয়। মোট পাঁচজন স্বর্ণ ব্যবসায়ীর বাড়ি থেকে ডাকাত দল টাকা ও অলংকার লুট করে বলে জানা গেছে।
ঘটনার পর ভাঙ্গুড়া থানা পুলিশ রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছে।
এলাকাবাসী জানায়, গভীর রাতে একাধিক অস্ত্রধারী ডাকাত প্রথমে আফতাব, তপন কর্মকার, উত্তম কর্মকার, রতন কর্মকারসহ স্বর্ণ ব্যবসায়ীদের বাড়িতে গণহারে হামলা চালায়। পরিবারগুলোকে জিম্মি করার পর তারা বাড়ি থেকে নগদ অর্থ ও স্বর্ণালংকার লুট করে। এরপর দোকানগুলোর তালা ভেঙে ভেতরে প্রবেশ করে সিন্দুক ও শোকেস তছনছ করে স্বর্ণ–রুপার অলংকার ও নগদ অর্থ নিয়ে যায়।
ভুক্তভোগী ব্যবসায়ীরা জানান, পাঁচটি দোকান ও বাড়িমিলিয়ে তাদের মোট ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ২ কোটি টাকা ছাড়িয়ে গেছে।
ভাঙ্গুড়া থানা পুলিশের একটি নির্ভরযোগ্য সূত্র জানায়, ২০–২৫ জনের একটি সংঘবদ্ধ ডাকাত দল স্পিডবোটে করে অষ্টমনীষা ঘাটে আসে। তারা বাজারের দুই নাইটগার্ডকে অস্ত্রের মুখে জিম্মি করে বেঁধে ফেলে। এরপর একে একে ব্যবসায়ীদের বাড়ি ও দোকানে হামলা চালিয়ে লুটপাট করে পালিয়ে যায়।
সম্পাদক ও প্রকাশকঃ লুৎফর রহমান হীরা
হেড অফিসঃ ১/ জি,আদর্শ ছায়ানীড়, রিংরোড, শ্যামলী, আদাবর ঢাকা - ১২০৭।
স্বত্ব © ২০২৫ চলনবিলের সময়