ভাঙ্গুড়ায় এসআই রেজাউলের বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে মানববন্ধন

: ভাঙ্গুড়া উপজেলা প্রতিনিধি
প্রকাশ: ২ দিন আগে

26

পাবনার ভাঙ্গুড়ায় থানার এসআই রেজাউল করিম রেজার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকেল ৫টার দিকে উপজেলা পরিষদের পূর্বদিকে তিন রাস্তার মোড়ে এ মানববন্ধনের আয়োজন করা হয়।

অভিযোগকারী ভাঙ্গুড়া সদর ইউনিয়নের চর ভাঙ্গুড়া গ্রামের দক্ষিণপাড়ার মৃত আব্দুল হক সরকারের ছেলে মো. মাসুদ রানা সরকার জানান, তিনি ঠিকাদার মো. এলির কাছে ৯ লাখ টাকা পাওনা ছিলেন। বিষয়টি থানায় জানিয়ে একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন, যার দায়িত্ব পান এসআই রেজাউল করিম।

মাসুদ রানা অভিযোগ করেন, কয়েকবার ফোন করার পরও এসআই রেজাউল কোনো ব্যবস্থা নেননি। পরে মঙ্গলবার সকালে ফোনে তিনি বলেন,আমরা কারও টাকা তুলে দিই না, তবে চাইলে আমি কাজটা করতে পারি—তবে ৫০ হাজার টাকা লাগবে।
মাসুদের দাবি, টাকা না দিলে তদন্ত বা ব্যবস্থা নেওয়া হবে না বলে জানান ওই পুলিশ কর্মকর্তা।

তিনি বলেন,পুলিশ যদি এভাবে চাঁদা দাবি করে, তাহলে সাধারণ মানুষ ন্যায়বিচার পাবে কীভাবে? আমি এর সুষ্ঠু তদন্ত ও অভিযুক্ত কর্মকর্তার শাস্তি চাই।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে এসআই রেজাউল করিম রেজা বলেন,ওই ব্যক্তি আমার সঙ্গে অশোভন আচরণ ও গালিগালাজ করেছেন। আমি কখনোই তার কাছে টাকা চাইনি। তিনি কোনো প্রমাণও দিতে পারবেন না যে আমি টাকা দাবি করেছি।

এ বিষয়ে ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, অভিযোগের সত্যতা যাচাই করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।