পাবনার ভাঙ্গুড়া উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দুই জনকে মোট ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
অষ্টমনিষা ইউনিয়নের সিংগাড়ী মোড়ে নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘনের দায়ে আল আমিন (৪০) নামের এক সমর্থককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া ভেড়ামারা এলাকায় নকল পণ্য উৎপাদনের দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী মোঃ রকির হোসেন (৫০) নামে এক ব্যক্তিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সন্ধ্যায় ভাঙ্গুড়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মিজানুর রহমান ঘটনাস্থলে উপস্থিত থেকে জরিমানার আদেশ দেন। তিনি জানান, এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
ভাঙ্গুড়া থানা পুলিশের সহকারী ইনস্পেক্টর আল আমিন এবং অন্যান্য সদস্যরা মোবাইল কোর্টে সহযোগিতা করেন।
সম্পাদক ও প্রকাশকঃ লুৎফর রহমান হীরা
হেড অফিসঃ ১/ জি,আদর্শ ছায়ানীড়, রিংরোড, শ্যামলী, আদাবর ঢাকা - ১২০৭।
স্বত্ব © ২০২৫ চলনবিলের সময়