ভাঙ্গুড়া পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মোতালেব ভাই আর নেই

: ভাঙ্গুড়া উপজেলা প্রতিনিধি
প্রকাশ: 3 weeks ago

106

পাবনার ভাঙ্গুড়া পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মোতালেব ভাই ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তার মৃত্যুতে ভাঙ্গুড়া উপজেলা ও পৌর বিএনপিসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে। তিনি দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন এবং সংগঠনকে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন বলে দলীয় সূত্রে জানা গেছে।
মোতালেব ভাই ছিলেন একজন ত্যাগী, নিষ্ঠাবান ও জনপ্রিয় সংগঠক। দলীয় কর্মসূচি বাস্তবায়ন, আন্দোলন-সংগ্রামে তিনি অগ্রণী ভূমিকা রাখতেন। তার মৃত্যুতে দল একজন অভিজ্ঞ সংগঠককে হারালো বলে মন্তব্য করেছেন স্থানীয় নেতারা।
এদিকে তার ইন্তেকালে ভাঙ্গুড়া পৌর বিএনপির পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করা হয়েছে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়েছে। নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন।
মরহুম মোতালেব ভাইয়ের জানাজা ও দাফনের সময়সূচিসহ বিস্তারিত তথ্য পরে জানানো হবে।

বিস্তারিত আসছে…