ভারি বর্ষণে জনজীবনে নেমে এসেছে স্থবিরতা, বিপাকে নিম্ন আয়ের মানুষ

: চলনবিলের সময়
প্রকাশ: 6 months ago

70

২০২৫ সালের বর্ষায় আবারও চরম দুর্ভোগে পড়েছে সিরাজগঞ্জের শাহজাদপুর ও উল্লাপাড়ার সাধারণ মানুষ। কয়েকদিনের টানা ভারি বর্ষণে শহর ও গ্রামের রাস্তাঘাট পানিতে ডুবে গেছে। তালগাছী, খাস বাজার, গোপালপুর ও চর শহরসহ বেশ কয়েকটি এলাকার রাস্তায় হাঁটু পানি। বাজারের ব্যবসা প্রায় বন্ধ হওয়ার উপক্রম, আর ঘর থেকে বের হওয়া তো যেন রীতিমতো যুদ্ধ।

বাজারে গিয়ে দেখা যায়, অনেক দোকানেই তালা ঝুলছে। যে দোকানগুলো খোলা আছে, সেখানেও নেই ক্রেতার আনাগোনা। এক দোকানদার বলেন, “সকালে এসে দোকান খুলেছি ঠিকই, কিন্তু তিন ঘণ্টায় এক কাপ চা পর্যন্ত বিক্রি হয়নি।”

সবচেয়ে বেশি কষ্টে আছে দিনমজুর ও নিম্ন আয়ের মানুষ। ভ্যানচালক, রিকশাওয়ালা, রাজমিস্ত্রি কিংবা ছোটখাটো হকারদের আয় প্রায় বন্ধ হয়ে গেছে।

শহরের তুলনায় গ্রামীণ জনপদের অবস্থা আরও করুণ। শাহজাদপুরের তালগাছী ইউনিয়নের বিভিন্ন গ্রামে বসতঘরে পানি উঠে গেছে। রান্না-বান্না, চলাচল ও শিশুদের নিরাপত্তা নিয়ে পরিবারগুলো চরম উৎকণ্ঠায়।

উল্লাপাড়ার চর এলাকা থেকেও এসেছে একই ধরনের খবর। শিক্ষাপ্রতিষ্ঠান খোলা থাকলেও অধিকাংশ শিক্ষার্থী স্কুলে যেতে পারছে না।

স্থানীয় প্রশাসন জানিয়েছে, বর্ষার পানি নিষ্কাশনে জরুরি কিছু উদ্যোগ নেওয়া হয়েছে, তবে তা সময়সাপেক্ষ। এরই মধ্যে সাধারণ মানুষের মাঝে ত্রাণ সহায়তার দাবি উঠেছে।