ভালোবাসার অনন্য দৃষ্টান্ত: হিরু ও হারুনের মায়ের কবর জিয়ারতে বিএনপি নেতা লালু

: চলনবিলের সময়
প্রকাশ: 6 months ago

66

ভালবাসা, শ্রদ্ধা আর মানবিকতার এক বিরল নজির স্থাপন করলেন বগুড়া গাবতলী উপজেলার কৃতি সন্তান এবং বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা, কেন্দ্রীয় কৃষক দলের সিনিয়র সহ-সভাপতি ও সাবেক সংসদ সদস্য মো. হেলালুজ্জামান তালুকদার লালু। রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে উঠে তিনি ছুটে এসেছেন বগুড়ার শিবগঞ্জ উপজেলার মহাস্থান এলাকায়, বিশিষ্ট ব্যবসায়ী ও থানা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. হাফিজুর রহমান হিরু এবং সাবেক ছাত্রদল নেতা মোঃ হারুনুর রশিদ হারুনের সদ্য প্রয়াত মাতা রোকেয়া বেগমের কবর জিয়ারতে।

রোকেয়া বেগমের জানাজা শেষে যখন পরিবারের সদস্য ও এলাকাবাসী তাকে শেষ শ্রদ্ধা ও দোয়ার মাধ্যমে বিদায় জানাচ্ছিলেন, ঠিক তখনই হেলালুজ্জামান তালুকদার লালু মহাস্থানে পৌঁছান। তিনি গভীর আবেগ ও শ্রদ্ধার সঙ্গে মরহুমার কবর জিয়ারত করেন এবং তার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করেন।
তার এই মানবিক উপস্থিতি কেবল রোকেয়া বেগমের পরিবারের জন্যই নয়, পুরো মহাস্থান এলাকার মানুষের মনে এক আবেগঘন ও সম্মানজনক মুহূর্তের সৃষ্টি করেছে। রাজনীতি বা সামাজিক অবস্থানের ঊর্ধ্বে উঠে এমন আন্তরিকতা এবং পারিবারিক সম্পর্কের প্রতি সম্মান প্রদর্শন সত্যিই অনুকরণীয়।

রোকেয়া বেগমের মৃত্যুতে মহাস্থান এলাকাসহ সর্বস্তরে শোকের ছায়া নেমে এসেছে। অনেকেই তার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় নিজ নিজ ঘরে দোয়া করছেন। হেলালুজ্জামান তালুকদার লালুর এই পদক্ষেপ প্রমাণ করে যে, মানবিকতা ও ভালোবাসার সম্পর্ক যেকোনো ভেদাভেদের ঊর্ধ্বে।