‘ভুয়া, ভুয়া’ স্লোগান শুনে মন খারাপ স্যামির

: স্পোর্টস ডেস্ক
প্রকাশ: 3 months ago

70

চট্টগ্রামের গ্যালারি ভরা ছিল দর্শকে, কিন্তু উল্লাসের চেয়ে হতাশার গুঞ্জনই ছিল প্রবল। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশের স্বাদ পাওয়া বাংলাদেশ দল মাঠে লড়াই করলেও, গ্যালারিতে তাদের জন্য ওঠেনি প্রেরণার স্লোগান—বরং বারবার ভেসে এসেছে একটাই শব্দ, “ভুয়া, ভুয়া!”

সেই শব্দ কেবল বাংলাদেশি ক্রিকেটারদের কানে পৌঁছায়নি, প্রতিধ্বনি হয়ে বেজেছে প্রতিপক্ষ ডাগআউটেও। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে ওয়েস্ট ইন্ডিজের প্রধান কোচ ড্যারেন স্যামি স্পষ্ট জানালেন—বাংলাদেশি সমর্থকদের আচরণে তিনি খুশি নন।

স্যামি বলেন,তারা তাদের খেলোয়াড়দের যেভাবে ট্রিট করে, সেটা আমার ভালো লাগেনি। আমি শুনেছি গ্যালারি থেকে ‘ভুয়া, ভুয়া’ স্লোগান উঠছে। পরে জানলাম, এর মানে কী। কিন্তু যখন আপনি ঘরের মাঠে আপনার দলকে সমর্থন দিতে আসবেন, তখন আপনি একজন ভক্ত। সব খেলোয়াড়ই মাঠে সেরাটা দিতে চায়। তাই তাদের আরও বেশি সমর্থন করা উচিত।

বাংলাদেশের বিরুদ্ধে তিন ম্যাচেই জয় পেয়ে সিরিজ শেষ করেছে ওয়েস্ট ইন্ডিজ। আগের আটটি সিরিজের মধ্যে সাতটিতে হারা ক্যারিবীয়রা এবার ফিরেছে গর্ব নিয়ে, আর হোম সিরিজে টানা চারটি জয় শেষে ব্যর্থ হয়ে হতাশার মুখে বাংলাদেশ।
স্যামি বুঝতে পারছেন সমর্থকদের মনঃকষ্ট, কিন্তু তবুও তিনি আহ্বান জানালেন ইতিবাচকতার— ‘আমি জানি, বাংলাদেশের ভক্তরা দলকে ভালোবাসে এবং চায় তারা জিতুক। কিন্তু সমালোচনার বদলে যদি আরও উৎসাহ দেওয়া যায়, তাহলে দল অনেক দূর যেতে পারবে।

বাংলাদেশের মাঠে এমন মন্তব্য বিরল নয়, কিন্তু ড্যারেন স্যামির মুখে তা এসেছে এক ধরনের সতর্কবার্তা হিসেবেই—যেখানে বোঝা যায়, ক্রিকেট শুধু ব্যাট-বলের খেলা নয়, দর্শকের আচরণও দলের মানসিকতার বড় অংশ হয়ে দাঁড়ায়।