ভূমিকম্প শেষে নারায়ণগঞ্জ বন্দরের একটি তুলার গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে প্রায় ৭০-৮০ লাখ টাকার মালামাল পুড়েছে বলে দাবি করছেন গুদাম মালিক জুলহাস মিয়া।
শুক্রবার (২১ নভেম্বর) বেলা পৌনে ১১টার দিকে কুড়িপাড়া ভাংতি এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।
ফায়ার সার্ভিস জোন-২ এর উপসহকারী পরিচালক মোহাম্মদ ওসমান গণি কালবেলাকে জানান, খবর পেয়ে আমাদের ৫টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। প্রায় ৩ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণ করা হয়েছে।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন কালবেলাকে বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তের পর জানানো যাবে।
সম্পাদক ও প্রকাশকঃ লুৎফর রহমান হীরা
হেড অফিসঃ ১/ জি,আদর্শ ছায়ানীড়, রিংরোড, শ্যামলী, আদাবর ঢাকা - ১২০৭।
স্বত্ব © ২০২৫ চলনবিলের সময়