
বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, এবারের নির্বাচন শুধু ক্ষমতা পরিবর্তনের নয়, এটি জনগণের ভোটের অধিকার পুনরুদ্ধারের লড়াই। জনগণ যদি ভোট দিতে পারে, ধানের শীষের বিজয় ঠেকানো কারও পক্ষে সম্ভব নয়।
বৃহস্পতিবার (৯ অক্টোবর) বিকেলে কেরানীগঞ্জ উপজেলা দক্ষিণ বিএনপির উদ্যোগে কোন্ডা ইউনিয়ন ও বৃহত্তর শুভাঢ্যা ইউনিয়নের বিএনপি অঙ্গসহযোগী সংগঠনের নেতাদের সঙ্গে এক জরুরি সভায় এসব কথা বলেন তিনি।
সভায় সভাপতিত্ব করেন ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও কেরানীগঞ্জ উপজেলা দক্ষিণ বিএনপির সভাপতি অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী।
গয়েশ্বর চন্দ্র রায় বলেন, এ সরকার জনগণের ভোটের অধিকার কেড়ে নিয়ে ক্ষমতায় টিকে আছে। প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করে ভয়ের রাজত্ব কায়েম করেছে। কিন্তু ভয় দেখিয়ে জনগণকে চুপ করানো যাবে না। বিএনপি মাঠে আছে, এবং জনগণের ভোটের অধিকার ফিরিয়ে আনার লড়াইয়ে শেষ পর্যন্ত থাকবে।
তিনি আরও বলেন, কেরানীগঞ্জ হচ্ছে গণতান্ত্রিক আন্দোলনের সূতিকাগার। এখানকার মানুষ আন্দোলন-সংগ্রামে বারবার প্রমাণ করেছে, তারা অন্যায়ের বিরুদ্ধে মাথা নত করে না। আগামী নির্বাচনেও কেরানীগঞ্জের জনগণ ধানের শীষে ভোট দিয়ে সেই ঐতিহ্য রক্ষা করবে।
সভাপতির বক্তব্যে অ্যাড. নিপুণ রায় চৌধুরী বলেন, কেরানীগঞ্জে বিএনপি সুসংগঠিত এবং ঐক্যবদ্ধ। আমরা প্রতিটি ওয়ার্ড ও কেন্দ্রে কমিটি পুনর্গঠন করেছি। এখন সময় এসেছে মাঠে নেমে জনগণকে সঙ্গে নেওয়ার।
সভায় কোন্ডা ও বৃহত্তর শুভাঢ্যা ইউনিয়নের বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন। সভা শেষে ভোটকেন্দ্রভিত্তিক প্রচারণা ও সাংগঠনিক কার্যক্রম জোরদারের সিদ্ধান্ত নেওয়া হয়।